রবিবার, ১০ জুন, ২০১৮, ০১:১১:৩৪

এবারের বিশ্বকাপে কোন দলের আক্রমন ভাগে কারা?

এবারের বিশ্বকাপে কোন দলের আক্রমন ভাগে কারা?

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি দল। সবারই স্বপ্ন বিশ্বকাপ জয়ের। তবে ৩২ দলের মধ্যে বড়জোর ৮-১০টি দল ভাবে বিশ্বকাপ জয় করেই ফেরার কথা। বাকিরা হয়তো চিন্তা করে যদি কিছু করে ফেলি। এই যদি কিছু করে ফেলি দলগুলো বাদ দিয়ে যার বিশ্বকাপে বিশ্বজয়ের লক্ষ্য নিয়েই যায় তাদের মধ্যে কোন দলের আক্রমন ভাগে কারা চলুন দেখে আসি।

উরুগুয়ে: স্টুয়ানি, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ, এডসন কাভানি, লুইস সুয়ারেজ।

পর্তুগাল: রোনালদো, গেলসন মার্টিনেস, গুইডেস, রিকার্দো কোয়ারেসমা।

স্পেন: ভাসকেজ, মরিনো, কস্তা, আসপাস, অ্যাসেনসিও।

ফ্রান্স: এমবাপ্পে, জিরদ, গ্রীজম্যান,ডেম্বেলে, ফেকির, থমাস লিমার,ফ্লোরিয়ান থাউভিন।

আর্জেন্টিনা: মেসি, ডি মারিয়া, হিগুইন, অ্যাগুয়েরু, দিবালা, প্যাভন।

ব্রাজিল: নেইমার, ফিরমিনো, জেসুস, তাইসন, উইলিয়ান, ডগলাস কস্তা।

জার্মানী: ড্রাক্সেলার, মুলার, সেবাস্তিয়ান রুডি, মার্কো রিউস।

বেলজিয়াম: বাতসুয়াই, কারাস্কো, আদনান জানুজাজ, লুকাকু, মার্টিনস।

ইংল্যান্ড: রাহিম স্টার্লিং, জিমি ভার্দি, হ্যারি কেইন, রাশফোর্ড, ওয়েলবেক।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে