রবিবার, ১০ জুন, ২০১৮, ০৩:৫৯:০৬

ভারতকে হারিয়ে এশিয়ার সেরা বাংলাদেশ

ভারতকে হারিয়ে এশিয়ার সেরা বাংলাদেশ

নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়ার নতুন চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে উত্তেজনাপূর্ন এক জয় পেয়েছে টাইগার নারীরা। শেষ বলে ২ রান নিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক এই জয় এনে দিয়েছে টাইগার নারী ক্রিকেটার জাহানারা আলম।

শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। প্রথম বলে সানজিদা ১ রান নেয়ার পর দ্বিতীয় বলে রুমানা চার মেরে সমীকরন সহজ করে দেন। পরের বলে নেন আরো এক রান। ৩ বলে প্রয়োজন ৩ রান। তখনই আবার হিসাব কঠিন হয়ে যায়। আউট হন সানজিদা। পঞ্চম বলে ২ রান নিতে গিয়ে রান আউট হন রুমানা। ফলে শেষ বলে ড্র করতে ১ রান ও জিততে ২ রানের প্রয়োজন হয় বাংলাদেশ দলের।

ব্যাটিং প্রান্তে নতুন ব্যাটসম্যান জাহানারা। তবে কোন সমস্যাই হয়নি। শেষ বলে ঠিকই ২ রান তুলে নিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক জয় উপহার দেন তিনি। সেই সাথে ট্রুনামেন্টে ভারতকে দুইবারই হারিয়ে শিরোপা উৎসবের সাথে সাথে এশিয়ার নতুন চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

এর আগে ভারতের দেয়া ১১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ৩৫ রান। তবে ১৭ রান করে আয়শা আউট হতেই বাধে বিপত্তি। একই সাথে ফিরে যান আরেক ওপেনার সারমিন। ৩৫ রানেই দুই উইকেট হারানো বাংলাদেশের তৃতীয় উইকেট পড়ে ৫৫ রানে। আউট হন ১১ রান করা ফারজানা।

তবে নিগার ও রুমানার ব্যাটে জয়ের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু দলীয় ৮৩ রানে ২৭ রান করা নিগার আউট হতেই চাপে পরে বাংলাদেশ। তবে রুমানার অনবদ্য প্রচেষ্টায় শেষ পর্যন্ত জয়ের বন্দেরর কাছে পৌছে যায় বাংলাদেশ যার বাকি কাজটা সারে জাহানারা।

এর আগে প্রথমে ব্যাটিং করে অধিনায়ক হারমানপ্রিট করের ৫৬ রানের উপর ভর করে ২০ ওভারে ৯ উই্কেটে ১১২ রান করেছিল ভারত। বাংলাদেশের পক্ষে রুমানা ও খাদিজা দুটি করে উইকেট নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে