রবিবার, ১০ জুন, ২০১৮, ০৮:৩০:০৭

টাইগ্রেসদের এমন জয়ের পর খোদ আইসিসির পোস্ট: ‘কি দুর্দান্ত সমাপ্তি!

টাইগ্রেসদের এমন জয়ের পর খোদ আইসিসির পোস্ট: ‘কি দুর্দান্ত সমাপ্তি!

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঘিনীরা। রবিবার দুপুরে অনুষ্ঠিত খেলায় ভারতকে চাপে রেখেছিল সালমারা।

টস জিতে ভারতকে ব্যাটিং পাঠিয়ে মাত্র ১১২ রানেই তাদের বধ করে বাঘিনীরা। এর পর উত্তেজনাকর খেলায় ৩ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে আনে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এরই ফলে ৬ বারের ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে দারুণ খুশি হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

টাইগ্রেসদের এমন জয়ের পর খোদ আইসিসির পোস্ট: ‘কি দুর্দান্ত সমাপ্তি! শেষ বলে দুই রান দরকার, জাহানারা তা নিয়ে নিলেন! মেয়েদের টি-টুয়েন্টি এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশ হারিয়ে দিল ভারতকে!’

অন্যদিকে এসিসি ছবির সঙ্গে লিখেছে, ‘গৌরব! মেয়েদের এশিয়া কাপ প্রথমবারের মতো জিতে নিল বাংলাদেশ!’ অন্যদিকে আরেকটি ছবি ও পোস্টে প্লেয়ার অব দ্য ফাইনাল রুমানা আহমেদের ব্যাটিংয়ের ছবি দিয়ে তারা লিখেছে, ‘রুমানা আহমেদ প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছেন বল হাতে ২২ রানে ২ উইকেট এবং ২২ বলে ১ চারে ২৩ রান করে।’
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে