রবিবার, ১০ জুন, ২০১৮, ০৯:০৬:২৩

নেতৃত্ব বদল করাও ব্রাজিল কোচের আরেক চমক!

নেতৃত্ব বদল করাও ব্রাজিল কোচের আরেক চমক!

স্পোর্টস ডেস্ক: ফুটবল মহলে একটি ধারণা প্রচলিত আছে যে, দলের নিয়ন্ত্রন বলুন আর নেতৃত্ব বলুন, সবই থাকে কোচের হাতে। তারপরেও মাঠের জন্য নেতা ঠিক করতে হয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা আর চমকের মাঝে নেতৃত্ব নিয়েও চমক দিয়েছেন কোচ তিতে। তার দলে এখন অনেক অধিনায়ক। রবিবার অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও নেইমাররা খেলতে নামবে নতুন অধিনায়ক মিরান্দা ফিলহোর নেতৃত্বে।

এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরু থেকেই তিতে মাঠে নামাননি নেইমারকে। ৯৮ দিন পরে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দর্শনীয় গোল করে ব্রাজিল সমর্থকদের চিন্তামুক্ত করেন এই মহাতারকা। রবিবার অস্ট্রিয়ার বিপক্ষে ফার্নান্দিনহোর জায়গায় শুরু থেকেই তাকে খেলাতে পারেন ব্রাজিল কোচ। তবে পুরো সময় যে নেইমারকে খেলাবেন না সে ব্যাপারেও আভাস দিয়েছেন তিতে। খেলানো হতে পারে রেনাতো আগুস্তো ও রবের্তো ফিরমিনোকেও। প্রথম দলে আসতে চলেছেন থিয়াগো সিলভাও। তবে গোড়ালিতে চোট পাওয়া ফ্রেদ নিয়ে বিশেষ কিছু বলতে চাননি ব্রাজিল কোচ।

খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারে ব্রাজিল কোচ বলছেন, 'দলের সংহতি বাড়াতে এটা জরুরি ছিল। এ ব্যাপারে আগে থেকে কোনও চিন্তাভাবনা করিনি। সাপোর্ট-স্টাফের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের তিন বিভাগেই নেতৃত্ব দিয়ে খেলতে বলা হয়েছে তিন জনকে। বিশ্বকাপ চলার সময়ে ঘুরিয়ে ফিরিয়ে অধিনায়কত্ব করতে দেওয়া হবে দলের অভিজ্ঞ ও প্রধান খেলোয়াড়কে।'

আর জাতীয় দলের হয়ে অস্ট্রিয়ার বিপক্ষে অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে মিরান্দা বলছেন, 'তিতের কোচিংয়ে এই নিয়ে তৃতীয়বার অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামব। ব্রাজিলের অধিনায়ক হিসেবে মাঠে নামার চেয়ে খুশির ব্যাপার হয় না। বিশ্বকাপের বাছাইপর্বেও এই রীতি চালু হয়েছিল দলে। মনে হয় না এতে দলে কোনও অসুবিধার সৃষ্টি হবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে