বুধবার, ১৩ জুন, ২০১৮, ০৭:০৩:১১

যে তিন দেশে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ

যে তিন দেশে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: তিনটি দেশে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। এই দেশ তিনটি হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। এই তিনটি দেশ যৌথ ভাবে ২০২৬ বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে।

২০২৬ সালের এই বিশ্বকাপ আয়োজনের জন্য এদের প্রতিপক্ষ ছিল মরক্কো। তবে ফিফা সদস্যদের ভোটে মরক্কোকে হারিয়ে বিশ্বকাপ আয়োজক দেশ হওয়ার মর্যদা লাভ করে নিয়েছে ঐ তিনটি দেশ। ফিফার ২০৩ সদস্যের মধ্যে মরক্কোকে ভোট দেয় ৬৫জন। ১৩৪টি ভোট পায় ভোট পায় বাকি তিনটি দেশ।

ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল নর্থ আমেরিকাতে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৪ সালে। সেবার আয়োজক ছিল মেক্সিকো। এবার দ্বিতীয় বারের মত ফিরছে এই অঞ্চলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে