রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ১১:৩৬:৫২

তামিমের ঘোষণা

তামিমের ঘোষণা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে শুরুটা একেবারে মন্দাভাবে কেটেছে তামিম ইকবালের দল চট্টগ্রাম ভাইকিংসের। ২২ নভেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে চার ম্যাচের তিনটিতেই হেরে নাজুক অবস্থায় চট্টগ্রামের টিম মুভমেন্ট। ৩০ তারিখে শুরু হবে আসরের দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে চট্টগ্রাম ভাইকিংসের খেলোয়াড়দের ব্যাট না হাসলেও হেসেছে তামিম ইকবালের ব্যাট। এই পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। চলমান এই বিপিএলে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে বর্তমানে ১৫৪ রান নিয়ে শীর্ষ স্থানে আসেন তামিম ইকবাল। দুই নাম্বারে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবীয় তারকা মারলন স্যামুয়েলস ১৪২ রান। তৃতীয় রয়েছেন কুমার সাঙ্গাকারা (১৩৪ রান), সিলেট সুপারস্টার্সের শ্রীলঙ্কান ক্রিকেটার দিলশান মুনাবিরা (১৩৩ রান) এবং রংপুর রাইডার্সের মোহাম্মদ মিঠুন (১২১ রান)। বিপিএলের দ্বিতীয় পর্বের খেলা হবে যেহেতু চট্টগ্রামের মাটিতে। আর সেখানে ‘হোম টিম’ হওয়ার সুবিধা তামিম ইকবালের দল। ঢাকার কাছে বড় পরাজয়ের পর অধিনায়ক তামিম তাই বলেই দিলেন, ‘ঢাকার মাটিতে খেলতে আর ভালো লাগছে না। চট্টগ্রামে খেলার ব্যাপারই অন্যরকম । আশা করি, চট্টগ্রামে গিয়ে আমরা জয়ের ধারায় ফিরবো।’ এছাড়া তামিম-সাকিবরা বারবারই অভিযোগ করে আসছে, ‘ মিরপুর স্টেডিয়ামে উইকেট সহজ নয়, মাঠ অনেক কর্কশ হয়ে আছে। আর তাই ব্যাটসম্যানরা ভালো রান পাচ্ছে না। এখন শুধু দেখার অপেক্ষায় তামিম ইকবালের চট্টগ্রামের ভাইকিংস কতটুকু ভালো করতে পারবে তাদের নিজেদের মাটিতে। ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে