রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ১২:৩১:৩৮

বিপিএলে প্রথম পর্বের আলোচিত আট ঘটনা

বিপিএলে প্রথম পর্বের আলোচিত আট ঘটনা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বে ছোট-খাট অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আসুন জেনে নিই এবার বিপিএলে প্রথম পর্বে আলোচিত আটটি ঘটনা। দেরিতে অনুষ্ঠান শুরু হওয়া অনুষ্ঠানের সময় সূচি নির্দিষ্ট করা হলেও অভ্যান্তরীণ ত্রুটি থাকায় কিছু সময় পিছাতে বাধ্য হয়েছিল বিপিএল কতৃপক্ষ। এছাড়া অভিযোগ উঠেছে অনেকে টিকিট কেটেও অনুষ্ঠানস্থলে ঢুকতে পারেনি। মাশরাফির অপরাজিত ৫৬ রান প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে মাশরাফিদের মুখোমুখি হয় ব্যাটিং বিধ্বংসী চট্টগ্রাম ভাইকিংসের। ব্যাটিংয়ে নেমে ১৭৬ রানের ফাইটিং স্কোর দাঁড় করায় তামিম-দিলশানরা। তখন সবাই বুঝতে বাকি ছিল না কুমিল্লার যে তরী ডুবছে। ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার পরিচয় দেয় কুমিল্লার টপঅর্ডার ব্যাটসম্যানরা। কিন্তু মাঠে নেমেই কঠিন সমীকরণটা পাল্টে দিলেন অধিনায়ক মাশরাফি । ৫ নম্বরে খেলতে নেমে ৩২ বলে অপরাজিত ৫৬ করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। আল আমিনের হ্যাটট্রিক বিপিএলের এই আসরে প্রথম হ্যাটট্রিক করেন আল আমিন হোসেন। বিপিএল চলতি আসরের এটিই প্রথম হ্যাটট্রিক। সে ম্যাচে সিলেট সুপারস্টার্সের বিপক্ষের ম্যাচে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। অনাকাঙ্ক্ষিত ম্যাচ দেরিতে শুরু হওয়া এর আগে ছোট-খাট ভুল ত্রুটি দেখা গেলেও বিপিএলের এই আসরে এসে ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ঘটনাটি সূত্রপাত হয় সিলেট সুপারস্টার্স ও চট্টগ্রাম ভাইকিংস দুই মালিক পক্ষের মধ্যে। আর তা সর্বশেষ মাঠেও গড়ায়। যার ফলে ওই দিনের ম্যাচ শুরু হতে অনেকটা বিলম্ব হয়। দুপুর দুইটায় ম্যাচের ‘টস’ হওয়ার কথা থাকলেও তা ২৬ মিনিট পিছিয়ে অর্থাৎ ২ টা ২৬ মিনিটে টস হয় । আর ম্যাচ শুরু হয় ৩টা ১০ মিনিটে। এছাড়া ম্যাচটিতে তামিম ইকবাল ও সিলেট ফ্রাঞ্চাইজি’র মালিক পক্ষের সঙ্গে কথা কাটাকাটির ঘটনাও ঘটে। সাকিব-কাণ্ড প্রদীপের নিচে অন্ধকার। আমরা কমবেশি কথাটির সঙ্গে পরিচিত। তা না হলে দেখুন ঠুনকো একটি সিদ্ধান্তের জন্য বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কেমন আচরণ করলো ম্যাচ আম্পায়ারের সঙ্গে। একটি সিদ্ধান্ত রংপুরের পক্ষে না যাওয়ায় ম্যাচ আম্পায়ারের সাথে কেমনটাই না আচরণ করলো সাকিব। এজন্য তাকে এক ম্যাচ নিষিদ্ধসহ ২০ হাজার টাকা জরিমানা গুণতে হলো। ঢাকা ডাইনামাইটস মালিক পক্ষের কান্ড নিজেদের প্রথম ম্যাচে ক্ষমতার জাহির করেছেন ঢাকা ডাইনামাইটসের মালিক পক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে টিকিট ছাড়াই প্রায় দু’হাজার লোকের মিছিল নিয়ে তারা গ্যালারিতে ঢুকে পড়ে। সবার সেরা তামিম চলমান এই বিপিএলে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে বর্তমানে ১৫৪ রান নিয়ে শীর্ষ স্থানে আসেন তামিম ইকবাল। দুই নাম্বারে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবীয় তারকা মারলন স্যামুয়েলস ১৪২ রান। তৃতীয় রয়েছেন কুমার সাঙ্গাকারা (১৩৪ রান), সিলেট সুপারস্টার্সের শ্রীলঙ্কান ক্রিকেটার দিলশান মুনাবিরা (১৩৩ রান) এবং রংপুর রাইডার্সের মোহাম্মদ মিঠুন (১২১ রান)। শহীদ ও আল-আমিনকে জরিমানা ম্যাচে তর্কাতর্কির দায়ে দুই পেসার আল আমিন ও শহীদকে জরিমানা গুণতে হয়েছে প্রথম পর্বে। ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে