রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০১:৪৯:৫৭

মোদি হ্যাঁ বললেই শুরু হবে লড়াই

মোদি হ্যাঁ বললেই শুরু হবে লড়াই

স্পোর্টস ডেস্ক : ভারত-পাক সিরিজ কী আদৌও হবে? পাকিস্তান সরকার এই সিরিজের ব্যাপারে অনুমতি দিয়ে দিয়েছে৷ নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কাতে এই সিরিজ হওয়ার কথা ৷ কিন্তু এখনও ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ৷ জানা গিয়েছে ভারত-পাক সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতের পিএমের ওপর নির্ভর করছে এই সিরিজের ভবিষ্যৎ ৷ মোদি যদি হ্যাঁ বলেন তবেই মাঠে গড়াবে এই সিরিজ। বিসিসিআই সরকারের নির্দেশের জন্যই অপেক্ষা করছে ৷এই সিরিজ হওয়া এক কথায় অসম্ভব বলে মনে করছেন ভারত সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী৷ ভারত-পাকিস্তানের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে এই সিরিজ হওয়া সম্ভব নয় বলে মনে করছেন তিনি ৷ যদিও পুরো ব্যাপারটা চূড়ান্ত বিবেচনা করবেন প্রধানমন্ত্রী ৷ এদিকে সরকার সিরিজ নিয়ে সিদ্ধান্ত না নেওয়ায় ক্ষুদ্ধ আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা ৷ তিনি বিসিসিআইয়ের বিরুদ্ধে মন্তব্য করেছেন৷ তাতে অবশ্য পরিস্থিতি ঘোরালো হতে পারে৷-জি নিউজ ২৯ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে