স্পোর্টস ডেস্ক: লুঝনিকিতে আজকের পর্তুগাল-মরক্কোর খেলা দেখতে এসে মন ভরে গেলে দর্শকদের। একের পর এক আক্রমণ। তবে পুরো সময়টার বেশির ভাগ সময় বল ছিল মরক্কোর দখলে। প্রথম ম্যাচের মত আজও পর্তুগালের সাথে ভালো খেলে হেরে গেলো দলটি।
প্রথমার্ধে পর্তগালের দখলে বল কিছুটা থাকেলেও দ্বিতীয়র্ধে এসে যে বল খুজেই পাচ্ছেনা পর্তুগাল। প্রথমার্ধের হজম করা গোল পরিশোধ করেতে আক্রমনের পর আক্রমণ। কিন্তু সফল হতে পারলোনা দলটি। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে শেষ ষোলতে উঠতে ব্যর্থ হলো তারা।
খেলার শুরুতেই মরক্কোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও গোলের ধারা অক্ষুন্ন রেখে ম্যাচের মাত্র ৪ মিনিটেই গোল করেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তার গোলেই ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে গেলো পর্তুগাল। অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো করা গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ হয়।