মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮, ১২:১১:৪১

অধিনায়ক হচ্ছেন মেসুত ওজিল!

অধিনায়ক হচ্ছেন মেসুত ওজিল!

স্পোর্টস ডেস্কঃ বর্ণবাদ ও অসম্মানের অভিযোগ এনে সম্প্রতি জার্মানি জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন মেসুত ওজিল। স্বভাবতই মানসিকভাবে বিষণ্ণ তিনি। তবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তাকে সব ধরনের সমর্থন দিয়ে যাচ্ছে আর্সেনাল। এবার শোনা গেল, দলের অধিনায়কের আর্মব্যান্ডও তার হাতে তুলে দিচ্ছে গানাররা।

আর্সেনাল কোচ উনাই এমেরি নিজ মুখেই স্বীকার করেছেন, ওজিলের হাতে অধিনায়কত্ব তুলে দিতে প্রস্তুত তিনি। সেটাও আবার রেগুলার বেসিসে। অর্থাৎ নিয়মিত দলের নেতৃত্বে তুর্কি বংশোদ্ভূত জার্মান ফুটবলারকে দেখতে চান স্প্যানিশ এ কোচ।

তিনি বলেন, আমরা ওজিলের সেরাটা পেতে চাচ্ছি। অনেকেই আছে দলের দায়ভার নেয়ার। তবে তাকে আমাদের প্রথম পছন্দ। আমি মনে করি, সে এ দায়িত্বটা নিতে সক্ষম। ও না নিলে তখন আমরা বিকল্প চিন্তা করব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে