শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ১২:২৬:৪০

বিশ্বফুটবলের নিয়ন্ত্রক ফিফায় এ কি হচ্ছে!

বিশ্বফুটবলের নিয়ন্ত্রক ফিফায় এ কি হচ্ছে!

স্পোর্টস ডেস্ক : বিশ্বফুটবলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ফিফায় যা হচ্ছে তাকে তাতে শিয়রে উঠবেন একজন ক্ষুদে ফুটবলপ্রেমীও। কোটি কোটি ফুটবলপ্রেমীদের কাছে যা অপ্রত্যাশিত তাই হচ্ছে ফিফায়! বিশ্বের ফুটবল ভক্তদের প্রত্যাশা পূরণ তো দূরের কথা একের পর এক কালো বিড়াল বের হয়ে আসছে এই প্রতিষ্ঠান থেকে। কালো বিড়ালের জন্য বিশ্বফুটবলের নিয়ন্ত্রক ফিফায় এ কি হচ্ছে! সেই উদ্বেগটা মুলতঃ সবার। ফের ফিফায় বড় ধরনের দুর্নীতির সন্ধান পেয়েছে আমেরিকার তদন্তকারীরা। এর মধ্যে ৫ জন কালো বিড়ালই নাকি এখনো ফিফার গুরুত্বপূর্ণ চেয়ারে বসা। মোট ১৬ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে তদন্তকারীরা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর থলের কালো বিড়ালদের খুঁজে পেয়েছে তদন্তকারীরা। আমেরিকার আইনজীবীরা বলছেন, 'দুই দশকের বেশি সময় ধরে তারা বিশ্ব ফুটবলকে দুষিত করে আসছেন, এই সময়ে তারা দুইশ মিলিয়ন ডলারের বেশি ঘুষ নিয়েছেন। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান রিকার্ডো টেইজেরিয়া রয়েছেন এই কালো বিড়ালদের সর্দার হিসাবে। ব্রাজিলের ফুটবলের প্রেসিডেন্ট মার্কো পেলো ডেল নেরো তার একান্ত সহচর। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপে সংশ্লিষ্টতা, মানি লন্ডারিং ও প্রতারণাসহ নানা অভিযোগ করেছে এই তদন্তকারী টিম। ৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে