শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০১:১২:৫৫

টুর্নামেন্ট আয়োজন নিয়ে সফল হওয়ায় উড়ছে পিসিবি

টুর্নামেন্ট আয়োজন নিয়ে সফল হওয়ায়  উড়ছে পিসিবি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরেই বিশ্বতারকাদের চিন্তায় থাকবে পাকিস্তান সুপার লিগ। বাংলাদেশ ও ভারতের তারকাসহ বিশ্বের অনেকেই এরই মধ্যে নাম লিখিয়েছে এই আসরে খেলার জন্য। পিএসএলের নানা গুরুত্বপূর্ণ দিক সফলভাবে চূড়ান্ত, সাফল্য ডানায় উড়ছে পিসিবি। পিএসএল নিয়ে কম কষ্ট করেনি পাকিস্তানের ক্রিকেট বোর্ড। পিএসএল ইস্যুতে নানা গুরুত্বপূর্ণ পর্ব এরই মধ্যে শেষ করেছে পাকিস্তান। পাকিস্তান সুপার লিগে অংশ নেবে ৫ টি দল। এই ৫ টি ফ্রাঞ্চাইজির জন্য মালিক পক্ষকে খুঁজে পেয়েছে পিসিবি। মোট ৯৩ মিলিয়ন ডলারে ১০ বছরের জন্য দলগুলোকে বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাহোর, করাচি, ইসলামাবাদ, পেশওয়ার ও কুয়েতা অংশ নেবে পাকিস্তানের এই টি-টোয়েন্টি আসরে। ২৬ মিলিয়ন ডলারের বিনিময়ে করাচি দলের মালিক হয়েছেন দেশটির এয়ারি গ্রুপ। ২৫ মিলিয়ানের বিনিময়ে লাহোরকে কিনেছে অয়েল গ্রুপ। হায়ার গ্রুপ পেশওয়ারকে কিনেছে ১৬ মিলিয়ন ডলারে। লিওনি গ্লোবাল স্পোর্টস ১৫ মিলিয়নে ইসলামাবাদ দলের মালিক হয়েছে। অন্যদিকে ওমর অ্যাসোসিয়েটস ১১ মিলিয়নের বিনিময়ে মালিক হয়েছে কুয়েতার। ৪ ফেব্রুয়ারি আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য প্রায় একশ বিদেশি ক্রিকেটারের সাথে চুক্তি করেছে পিসিবি। অন্যদিকে ১০ জন আম্পায়ারের সাথে সই-স্বাক্ষর প্রক্রিয়া শেষ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টিভি সম্প্রচার থেকে আয়ের আশি ভাগ অর্থ পাবেন দল মালিকরা। বিশ ভাগ পাবে পিসিবি। স্পন্সরদের কাছ থেকে আয় করা অর্থ সমানভাবে পাবে মালিকরা ও পিসিবি। টিকিট বিক্রির অর্থ ফ্রাঞ্জাইজিগুলো পাবেন পঞ্চাশ শতাংশ। ৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে