শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৪:০৪:৪৭

দিলশানের কারণেই কি বিপিএল শেষ তামিমদের?

দিলশানের কারণেই কি বিপিএল শেষ তামিমদের?

স্পোর্টস ডেস্ক : খেলার মাঠেই বড় ধরনের মাসূল গুণতে হয়েছে তামিম ইকবালের। নিয়ম রক্ষার জন্য আর মাত্র দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পাচ্ছে চট্টগ্রাম ভাইকিংস। এর পরে গ্যালারিতে বসেই সন্তুষ্ট থাকতে হবে দলের ক্রিকেটারদের। বৃহস্পতিবার মাশরাফিদের বিপক্ষে ছিল তামিম ইকবালদের টিকে থাকার ম্যাচ। এই ম্যাচে ঘটে বিতর্কিত ঘটনা। চট্টগ্রামের হয়ে উইকেটের সামনেই ফিল্ডিং করছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার দিলশান। ইমরুল কায়েস ছুটেন রান নেয়ার জন্য। টিভি-রিপ্লেতে দেখা যায় দিলশান পা বাড়িয়ে বাধা দেন ইমরুলকে। হোচট খান দুইজনেই। অন্যদিকে ইমরুল রান আউট হলেও আউট দেয়নি আম্পায়ার। দুই দলের অধিনায়ক মাশরাফি ও তামিম বিষয়টি আম্পায়ারের হাতেই ছেড়ে দেন সেদিন। ঘটনার সময় ইমরুলের রান ছিল মাত্র ২। কিন্তু এই ইমরুল ৩৫ রান করেন। তামিমদের আসর থেকে ছিটকে পড়ার দিনে এই রান আঘাত হেনেছে বলে উঠে আসে বিশ্লেষণে । অন্যদিকে ঘটনার জন্য দিলশানকে দায়ি করে কুমিল্লাহকে অতিরিক্ত ৫ রান দেয়া হয়। ম্যাচ শেষে হিসাব নিকাশটা দাঁড়ায় জটিল। মাত্র দুই বল বাকি থাকতে জয় পায় কুমিল্লাহ। আম্পায়ার দিলশানকে দায়ি করে কঠোর সিদ্ধান্ত নিলেও তাকে মোটেই দোষ দিতে নারাজ তামিম। তামিম বলছেন এটা ক্রিকেটীয় ভুল। অন্যদিকে মাশরাফিও সৌজন্য দেখান দিলশানের প্রতি। ওই সময় রান হলে একটিই হয়তো হতো। আর বল হিসাবেও কাউন্ট হতো ঘটনার সাক্ষী হওয়া বলটি। কিন্তু দুই বলে ৫ রানের লক্ষ্য তো বেঁচে থাকত! এই আক্ষেপ দীর্ঘদিন বইতে হবে চট্টগ্রাম ভাইকিংসে। আর দিলশানের কারণেই কি বিপিএল শেষ তামিমদের? কে জবাব দিবে এই প্রশ্নের? বিপিএলের সাথে আজীবন প্রশ্ন হয়ে থাকবে এটি। ৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে