শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩০:১৭

নতুন ভূমিকায় বাংলাদেশ ক্রিকেটাঙ্গনের সাথে যুক্ত হতে পারেন সাঙ্গাকারা

নতুন ভূমিকায় বাংলাদেশ ক্রিকেটাঙ্গনের সাথে  যুক্ত হতে পারেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক: ২২ গজে যার ব্যাট অসংখ্যবার আলো ছড়িয়েছে, শাসন করেছে ক্রিকেট বিশ্ব, রচিত হয়েছে শ্রীলঙ্কার অনেক জয়ের গল্প, ব্যাট হাতে যিনি লিখেছেন দারুণ দারুণ মহাকাব্য, সেই আদর্শবান কিংনদন্তি ক্রিকেটাকে এবার দেখা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে। বলছি শ্রীলঙ্কার ক্রিকেট গ্রেট কুমার সাঙ্গাকারার কথা। বাংলাদেশের ব্যাটিং উপদেষ্টা হিসেবে দেখা যেতে পারে তাকে। অথবা বয়সভিত্তিক দলের কোচ হবার প্রস্তাব দেয়া হতে পারে তাকে। শুক্রবার এমনটি জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ। শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি শতক, ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দ্বিশতকের মালিক সাঙ্গাকারা। সেই সাঙ্গাকারা এখন ঢাকায় ডাইনামাইটসের অধিনায়ক। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে তাকে পেয়ে ঢাকার ড্রেসিংরুম পরিণত হয়েছে জ্ঞানের ভান্ডারে। মাঠে আর মাঠের বাইরে, নিত্যদিনই টিপস দিচ্ছেন, প্রেরণা যোগাচ্ছেন দলের খেলোয়াড়দের। চলতি বছরে অগাস্ট মাসে শ্রীলঙ্কার জাতীয় দল থেকে অবসর নেন কুমার সাঙ্গাকারা। সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেও, কার্যত ব্যস্ততা বেড়েছে সাঙ্গাকারার। পরিবারকে সময় দেয়ার বাইরেও দেশ থেকে দেশে খেলে বেড়ানো, পন্যের বিপননের দায়িত্বও পালন করতে হয় তাকে। তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে দেখা যাবে সাঙ্গাকারাকে নতুন কোন ভূমিকায়। এমন ইঙ্গিত আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। ৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে