শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪০:৫২

ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনে নতুন কথা শুনালেন মোদি সরকার

ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনে নতুন কথা শুনালেন মোদি সরকার

স্পোর্টস ডেস্ক: ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের বিষয়টি বেশ কয়েক মাস থেকেই আলোচনায় রয়েছে। তবে এই সিরিজ আয়োজন বিষয়ে এবার নতুন কথা শুনিয়েছে মোদি সরকার। ভারতকে সম্ভবত পাকিস্তানের বিপক্ষে খেলার অনুমতি দেয়া হচ্ছে না। তেমনেই ইঙ্গিত মিলছে। তাই শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তান দ্বিজাতি সিরিজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শুক্রবার এমনটাই জানিয়েছে ভারতীয় মিডিয়া। "সরকার আমাদের এই ইঙ্গিত দিয়েছে যে এই মুহূর্তে জনগণের সেন্টিমেন্ট পাকিস্তানের বিরুদ্ধে।" ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, "প্রস্তাবিত সিরিজটি শুরু হওয়ার জন্য আর মাত্র কয়েক দিন বাকি। সরকার যদি আমাদের খেলতে দিতে চাইতো তাহলে অনেক আগেই আমরা অনুমতি পেয়ে যেতাম। আমার মনে হয় না এই সিরিজ হবে।" ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানাচ্ছেন, এই বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। আর বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর নিশ্চিত করেছেন যে, বোর্ড সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো সম্মতি বা অসম্মতি পায়নি। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শাহরিয়ার খান উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ভারতীয় কর্তৃপক্ষকে দ্রুত সিদ্ধান্ত জানাতে বলেছেন। কারণ, হাতে সময় নেই। শাহরিয়ার বলেছেন, "যদি সিরিজটা হয় তাহলে এর জন্য প্রস্তুত হতে হাতে খুব অল্প সময় আছে...তাদের উচিত আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়া।" ৪ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে