শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৮:২৩:৩১

‘বাবার রেকর্ডটা ভাঙলে গাড়ি কিনে দেব’

‘বাবার রেকর্ডটা ভাঙলে গাড়ি কিনে দেব’

স্পোর্টস ডেস্ক: সদ্য ক্রিকেট মাঠ থেকে অবসরে যাওয়া ভারতের সর্বকালের বিধ্বংসীতম ওপেনার বীরেন্দ্র শেহবাগ এবার তার ছেলেকে লক্ষ্য ছুয়ে দিলেন। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ৩১৯ রানে একটি ট্রিপল সেঞ্চুরি রেকর্ড করেছিলেন ভারতীয় এ ব্যাটসম্যান। সেই ম্যাচে ম্যান অফ দ্য পুরস্কারও জিতে ছিলেন তিনি। তার এই রেকর্ডটা এখনো ভাঙতে পারেননি ভারতীয় কোনো ক্রিকেটার। তাই নিজের ছেলের উপর এই রেকর্ড ভাঙার জন্য ভর চাপিয়ে দিয়েছেন শেহবাগ। বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় মাঠে বীরেন্দ্র শেবাগকে বিসিসিআইয়ের সংবর্ধনা দেন। এই সংবর্ধনা উপলক্ষে তার সপরিবারে ওই হাজির ছিলেন। এসময় তার দুই ছেলে আর্যবীর আর বেদান্তকে বীরেন্দ্র শেহ বাগ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যেই বলে দেন, তোরা যদি আমার ৩১৯ রানের রেকর্ড যে কোনও ধরনের ক্রিকেটে ভাঙতে পারিস তাহলে তোদের ফেরারি গাড়ি কিনে দেব। শেহবাগে এই রেকর্ডটা এখনও টেস্ট সিরিজে ভারতীয়দের সবথেকে বেশি রান। ৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে