শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৭:৫৭

মিরপুরে গেইল-আফ্রিদির লড়াই, কে জিতবেন?

মিরপুরে গেইল-আফ্রিদির লড়াই, কে জিতবেন?

স্পোর্টস ডেস্ক : অনন্য এক চিত্র। ক্রিকেট বিশ্বের দুই নায়ক ক্রিস গেইল ও শহীদ আফ্রিদি মুখোমুখি। মিরপুর স্টেডিয়ামের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। দুই ভূবনের দুই নায়ক তারা। কেউ কাউকে ছাড় দিকে নারাজ। বাংলাদেশের মাটিতে পা রেখেই নিজের পরিকল্পনার কথা সাফ জানিয়ে দেন ক্রিস গেইল। ক্রিস গেইল সাহসি কন্ঠে বলেছেন তিনি ছক্কা মারতেই বাংলাদেশে এসেছেন। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে ছক্কা মারার নায়ক শহীদ খান আফ্রিদি। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মেরেছেন ক্রিস গেইল। বিপিএল ইতিহাসেও সবচেয়ে বেশি ছয় গেইলের। রোববার বিকাল দুইটার দিকে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে বরিশাল বুলস ও সিলেট সুপারস্টার্স। গেইল বরিশাল ও আফ্রিদি সিলেটের হয়ে মাঠে নামবেন। ব্যাটিং অ্যাকশনের সাথে দুইজনেই ভালো বোলার। বল হাতে টি-টোয়েন্টিতে টেস্টের মত আবহ নিয়ে আনতে পারেন দুইজনেই। গেইল ও আফ্রিদির মধ্যে কে সেরা? আর কে জয় পাবে এটা নিয়েই হাজির হয়েছে জটিল এক অংক। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুসংবাদ হলো কয়েক ঘণ্টা পরেই মিলবে এই জটিল প্রশ্নের উত্তর। ৫ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে