শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৩:০১:০২

বিপিএল পরিচালনা করতে পাকিস্তান থেকে আসছেন সেই আম্পায়ার

বিপিএল পরিচালনা করতে পাকিস্তান থেকে আসছেন সেই আম্পায়ার

স্পোর্টস ডেস্ক : ২০১৫ বিপিএলে আম্পায়ারিং নিয়ে নানা অভিযোগ রয়েছে। তবে সব অভিযোগের সাথে পুরোপুরি একমত নন বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকু। অভিযোগের বিষয়ে তিনি বলেছেন, বাংলাদেশের আম্পায়ারদের মান আন্তর্জাতিক পর্যায়ের। পরে আম্পায়ারদের মান বৃদ্ধির জন্য নানা উদ্যোগের কথা বলেন রিংকু। বিপিএলে বেশ কয়েকটি ম্যাচে দেশি আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়েই বিতর্ক সৃষ্টি হয়। তামিমদের বাদ পড়ার গল্পের সাথেও জড়িয়ে রয়েছে আম্পায়ারদের সিদ্ধান্ত। কট বিহাইন্ড, লেগ বিফোর উইকেট বা এলবিডব্লিউ'র সিদ্ধান্ত নিয়েই অভিযোগ আম্পায়ারদের। বিসিবিও খোদ স্বীকার করেছে আম্পায়ারদের ভুল করার প্রসঙ্গ। এবারের বিপিএলে ১৪ জন দেশি আম্পায়ার ম্যাচ পরিচালনা করছেন। এর মধ্যে এনামুল হক মনি, শরফুদ্দৌলাহ সৈকত ও আনিসুর রহমান আইসিসি'র এলিট প্যানেলের সদস্য। লঙ্কান মার্টিনেজ বিদেশি আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর দ্বিতীয় বিদেশি আম্পায়ার হিসেবে ঢাকায় উড়ে আসছেন পাকিস্তানের আহসান রাজা। আম্পায়ারিংয়ের নিয়ন্ত্রণের দিকে এখন বিশেষ দৃষ্টি বিসিবির। ৫ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে