শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩০:১৯

শিকার হাতছাড়া করলো বাঘিনীরা

শিকার হাতছাড়া করলো বাঘিনীরা

স্পোর্টস ডেস্ক: টি২০ বিশ্বকাপের বাছাই পর্বে একের পর এক ধাপট দেখিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবারের ফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হয় আয়ারল্যান্ড। ম্যাচটিতে রুদ্ধশ্বাস এবং নাটকীয়ভাবে ২ উইকেটে পরাজয় মেনে নিতে হয় বাংলাদেশকে। তবে এরইমধ্যে ফাইনালে ওঠার সুবাধে আগামী বছর অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার যোগ্যতা আগেই অর্জন করেছে বাংলাদেশি মেয়েরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১০৫ রান তুলে নেয় জাহানারা-সালমারা। বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন নিগার সুলতানা ও শারমিন আকতার। দু’জনের জুটিতে ২১ রান যোগ করার পরই টাইগার শিবিরে হামলা চালায় আয়ারল্যান্ডের বোলার ম্যাটকাফি। তার পর পর দুই বলে সাজ ঘরে ফিরতে বাধ্য হোন শারমিন আকতার ও লতা মন্ডল। এরপরও নিগার সুলতানা ৪১ ও রুমানা আহমেদ অপরাজিত ৩৮ রানের সুবাধে ২০ ওভার শেষে ১০৫ রান দাঁড় করায় বাংলাদেশ। ১০৬ রানের টার্গেটে নেমে আইরিশরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের ওপেনার শিলিংটন দুই অংকের ফিগারে পৌঁছাতেই রুমানা আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন। তবে আরেক ওপেনার সিসিলিয়া জয়েস ৩০ বলে করেন ৩২ রান। এর পর আইরিশ শিবিরে আঘাত হানেন নাহিদা আখতার। আইরিশ ব্যাটার কিম গ্রাথ (২) আর ক্যাথ ডালটনকে (৫) বোল্ড করে দ্রুত ফিরিয়ে দেন তিনি। আইরিশ অধিনায়ক ইসোবেল জয়েসকে (৮) রান আউট করেন টাইগার দলপতি জাহানারা আলম। মোটকথা আইরিশরা দলীয় ৬৬ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায়। সেখান থেকে ২৪ রানের জুটি গড়েন লরা ডিলানি আর গ্যাবি লুইস। ব্যক্তিগত ১১ রান করা লুইসকে রান আউট করেন খাদিজাতুল কুবরা। আইরিশদের স্কোরবোর্ডে আর দুই উঠতেই সালমা খাতুন নিজের বলে ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন ম্যারি ওয়ালড্রনকে। রবিন লুইসকেও রান আউট করে ফিরিয়ে দেন ফাহিমা খাতুন-রুমানা আহমেদ। তবে, ব্যাটিং ক্রিজের আরেক প্রান্ত আগলে রাখেন লরা ডিলানি। শেষ ওভারে আইরিশদের প্রয়োজন হয় ৮ রান, হাতে ছিল দুই উইকেট। সালমা খাতুনের প্রথম বলে দুই রান তুলে নেন লরা। দ্বিতীয় বলেও দুই রান করেন তিনি। তৃতীয় বলে সিঙ্গেল নেন আইরিশ এ ব্যাটসম্যান। চতুর্থ বলে সিঙ্গেল নেন ও রেলি। পঞ্চম বলে এক রান করেন ডিলানি। শেষ বলে এক রান দরকার হয় আইরিশদের। শেষ হাসিটি আইরিশরাই হাসে। ৩৬ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন লরা ডিলানি। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন রুমানা এবং নাহিদা। একটি উইকেট পান সালমা খাতুন। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে