শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৭:০৪

বিপিএলে সেরা পারফর্মে কিপার হিসেবে দৃষ্টি কাড়লেন যারা

বিপিএলে সেরা পারফর্মে কিপার হিসেবে দৃষ্টি কাড়লেন যারা

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটপ্রেমীরা এর আগে দেখেছেন মুশফিকের পরিবর্তে কখনো রিয়াদ উইকেটের পেছনে দাঁড়িয়েছেন। কখনো ইমরুল কায়েস কিপিং করেছেন। ধীমান ঘোষও জাতীয় দলের বেশকিছু ম্যাচে কিপিং করেছেন। এছাড়া নতুন কিপার হিসাবে বেশ আলোচনায় আসেন লিটন দাস। মুশফিকের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। তবে এবার মোটামুটিভাবে পাশ মুশফিক। বিপিএলে সাঙ্গাকারা কিপার হিসাবে সবচেয়ে সফল। কয়েকদিন আগে বিশ্বের সেরা কিপার হন শ্রীলঙ্কার সঙ্গাকারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজের সেরা অবস্থান ধরে রেখেছেন তিনি। ঢাকা দলের অধিনায়াক ও কিপার এই লঙ্কান। ৬ টি ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়ে ১২ টি ডিসমিশাল করেছেন সাঙ্গা। যেখানে সাকিব সর্বোচ্চ ১১ টি উইকেট শিকার করেন। সেখানে সাঙ্গার অনন্য সাফল্য এটি। স্টাম্পিং করার ক্ষেত্রে বেশ কৌশলী তিনি। সাঙ্গার পরে রয়েছেন জাতীয় দলের কিপার মুশফিক। ৬ ম্যাচে মুশফিক ৬ টি ডিসমিশাল করতে পেরেছেন। বরিশালের কিপার রনি তালুকদার ৩ ম্যাচে ও রংপুরের কিপার মিথুন ৭ মাচে ৫ টি করে ডিসমিশাল করেছেন। চট্টগ্রাম দলের কিপার হিসাবে এনামুল হক বিজয় ৬ ম্যাচে ৪ টি ডিসমিশাল করেন। কুমিল্লাহর হয়ে লিটন দাস ৫ ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়ে ২টি ডিসমিশাল করেন। অন্যদিকে এই দলের ২টি ম্যাচে কিপিং করে ধীমান ঘোষ করেছেন ৩ টি ডিসমিশাল। সহায়ক হিসাবে উইকেটের পেছনে দাঁড়ান চট্টগ্রাম ভাইকিংসের কামরান আকমল ও বরিশাল বুলসের ব্রান্ডন টেইলর। টেইলর ৩ ম্যাচে ৫ টি ও আকমল ২ ম্যাচে ১ টি ডিসমিশাল করেন। সাঙ্গার প্রশংসা তো করতেই হবে। তবে মুশফিকের চেয়েও রনি তালুকদার, টেইলর ও ধীমান যেন আরো উজ্জ্বল এই অঙ্গনে। ৫ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে