শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৫:৫২:২৮

মুস্তাফিজে মজেছেন সাঙ্গাকারা

মুস্তাফিজে মজেছেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ‘বিস্ময়কর বালক’ মুস্তাফিজ সম্পর্কে নতুন করে কি আর বলার আছে। খেলার মাঠ কিংবা মাঠের বাইরে সব জায়গায় তিনি জনপ্রিয়তায় শীর্ষে। জাতীয় দলের হয়ে আলো ছড়ানোর পর এবার দেশের হাই-ভোল্টেজ আসর বিপিএলে দেখাচ্ছেন একের পর এক চমক। বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ঢাকা ডাইনামাইটসের হয়ে মাঠ মাতাচ্ছেন দেশ সেরা এই বাঁহাতি পেসার। আর তার দলে নেতৃত্বের ভার বহন করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তী ব্যাটসম্যান ও উইকেট রক্ষক কুমার সাঙ্গাকারা। তবে মজার ব্যাপার হলো দু’জনই আইসিসি একাদশে স্থান করে নিয়েছেন। বয়সে দু’জনের ১৮ বছরের ফারাক হলেও বাংলাদেশি তরুণ মুস্তাফিজের সঙ্গ ভালোই উপভোগ করছেন শ্রীলঙ্কান কিংবদন্তী। শনিবার মিরপুর একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হোন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। মুস্তাফিজ সম্পর্কে সাঙ্গাকারা বলেন, ‘ঢাকা ডায়নামাইটসে মুস্তাফিজের সাথে সময়টা উপভোগ করছি। সে (মুস্তাফিজ) এখনো অনেক তরুণ, সে যত খেলবে তত শিখবে। তাছাড়া তার মধ্যে শেখার তাড়না আছে। সে বাংলাদেশের হয়েও ভালো কিছু করবে। বিশ্বকাপ খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ার পরও বর্ষসেরা তালিকায় নিজেকে দেখে একটু অবাকই হয়েছেন সাঙ্গাকারা। বলেন, ‘আইসিসির বর্ষসেরা একাদশে থাকাটা অবশ্যই সম্মানের। গত বছর কিছুটা ভালো খেলেছি বলেই হয়তো এটা হয়েছে। সব মিলিয়ে ভালো লাগছে।’ ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে