শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৭:৩২:২০

কেজরিওয়াল সরকার ও ভারত ক্রিকেট বোর্ডের রেষারেষি তুঙ্গে

কেজরিওয়াল সরকার ও  ভারত ক্রিকেট বোর্ডের রেষারেষি তুঙ্গে

স্পোর্টস ডেস্ক: কোটলায় বিশ্বজয়ীদের সংবর্ধনার জন্য দিল্লি সরকারকে অনুমতি দিল না ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই দাবি তুলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী টেস্ট ম্যাচ চলাকালীন বিশ্বকাপ জয়ীদের সংবর্ধনা দেয়া যাবে না। তাই শনিবার কেজরিওয়াল সরকারকে এ বিষয়ে সরাসারি না করে দেয় ভারত ক্রিকেট বোর্ড। কোটলায় ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের তৃতীয় দিন ১৯৮৩ ও ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের দিল্লির ক্রিকেটার বিষেণ সিং বেদি, মহিন্দর অমরনাথ, বীরেন্দ্র শেওয়াগ, গৌতম গম্ভীরসহ ১০ ক্রিকেটারকে সংবর্ধনা দেয়ার ইচ্ছা প্রকাশ করে কেজরিওয়াল সরকার। এ জন্য দিল্লি সরকার ভারত ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চেয়েছিল । কিন্তু ভারত বোর্ড সরাসরি জানিয়ে দেয় টেস্ট ম্যাচ চলকালীন বিশ্বকাপ জয়ীদের সংবর্ধনা দেয়া নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু ম্যাচের প্রথম দিন বীরেন্দ্র শেওয়াগের সংবর্ধনা নিয়ে প্রশ্ন তোলা হলে, বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘এটা ছিল বোর্ডের অনুষ্ঠান। তাই কোন সমস্যা হয়নি।’ ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে