শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫২:৩০

‘নাসির বাংলাদেশের সেরা খেলোয়াড়দের একজন’

‘নাসির বাংলাদেশের সেরা খেলোয়াড়দের একজন’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত ৬ ম্যাচে ৩টিতে জয় তুলে নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গত দু’আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস। আর দলের হয়ে ব্যাক্তিগত সবোর্চ্চ রান সংগ্রহ করেছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ৬টি ম্যাচে ১২৪ রান সংগ্রহ করেছেন লঙ্কান এই লিজেন্ট। তার পরে ৯২ রান করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশি আইকন খেলোয়াড় ‘ফিনিশার’ নাসির হোসেন। ব্যাটিং ছাড়াও নাসির হোসেন বল হাতে তুলে নিয়েছেন চারটি উইকেট। এছাড়া ফিল্ডিংয়েও দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য। একাধারে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই রেখে চলেছেন অনন্য সাক্ষর। নাসিরের এমন পারফর্মেন্সে বেজায় খুশি কোচ সাঙ্গাকারাও। সাঙ্গাকারা মনে করেন ‘নাসির বাংলাদেশের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন।’ শনিবার দলের অনুশীলন শেষে সাংবাদিকদের এমনটাই বললেন তিনি। নাসির প্রসঙ্গে কুমার সাঙ্গাকারা বলেন, 'নাসির ব্যাটে-বলে আমাদের জন্য দারুণ খেলেছে। আমি নিশ্চিত সে আরো ভালো করবে। তার ম্যাচ ফিনিশ করে আসার ক্ষমতা আছে। তাকে নিয়ে আমার কোনও চিন্তা নেই। সে বাংলাদেশের সেরা খেলোয়াড়দের একজন। তাকে দলে পেয়ে আমি খুশি।' এছাড়া লঙ্কান এই লিজেন্ট মনে করেন সঠিক সময়ে তার দলের খেলোয়াড়রা জ্বলে উঠবে। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে