শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৯:০১:২৪

আফ্রিদির দিকে তাকিয়ে মুশফিকরা

আফ্রিদির দিকে তাকিয়ে মুশফিকরা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ও দ্বিতীয় পর্বের মোট ৬ ম্যাচের একটি মাত্র ম্যাচ জিতেছে মুশফিকুর রহিম নেতৃত্বাধীন সিলেট সুপার স্টারস। তাই তাদের এখন সেরা চারে খেলতে হলে বাদ বাকি ৪টি ম্যাচ জয়ের পাশাপাশি খেয়াল রাখতে হবে নেট রান রেটেরও। এমন কঠিন সমীকরণ সামনে রেখেই রবিবার বরিশাল বুলসের বিপক্ষে মুখোমুখি হচ্ছে সিলেট সুপার স্টারস। তবে তদের দলের বিদেশি খেলোয়াড় কবের মতে এটি অসম্ভব কিছু না। শনিবার অনুশীলন শেষে মিরপুরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘কঠিন সমীকরণের সামনে আমরা। প্রতিটি ম্যাচই জিততে হবে আমাদের। এ কাজটা যদিও কঠিন তবে অসম্ভব নয়। যদি পরের ম্যাচটি জিতে মোমেন্টাম নিজেদের পক্ষে রাখতে পারি সেক্ষেত্রে সেটা কঠিন কিছু নয়।’ তবে তলানিতে পড়া সিলেট নিয়ে আশার কথাও শোনান কব। তিনি বলেন, ‘সম্প্রতি পাকিস্তানি খেলোয়াড় শহীদ আফ্রিদি, সোহেল তানভির যোগ হওয়ায় দলের শক্তি আরও বেড়েছে বলে মনে করি।’ ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে