শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ১০:১৫:৪৮

‘আইসিসি বর্ষসেরা একাদশে মুস্তাফিজের থাকাটা দেশের জন্য গর্বের’

‘আইসিসি বর্ষসেরা একাদশে মুস্তাফিজের থাকাটা দেশের জন্য গর্বের’

স্পোর্টস ডেস্ক: যদি বলা হয় বর্তমান সময়ে বাংলাদেশের সেরা বোলার কে? তাহলে যে কেউ এক বাক্যে বলবে তরুণ উদীয়মান মুস্তাফিজুর রহমানের নাম। জাতীয় দলের ন্যায় ‘মুস্তাফিজ কাটার’ অনবরত চলছে চলতি বিপিএলের তৃতীয় আসরে। ঢাকা ডাইনামাইটসের হয়ে একের পর এক জাদু দেখিয়ে চলছেন সাতক্ষীরার এই ‘বিস্ময়কর বালক’। সবচেয়ে মজার এবং অবাক করা বিষয় হচ্ছে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে শ্রীলঙ্কান সাবেক গ্রেট ব্যাটসম্যান ও উইকেট কিপার কুমার সাঙ্গাকারার মতে, আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মুস্তাফিজের থাকাটা প্রাপ্য ছিল। ঢাকা ডায়নামাইটস সতীর্থ মুস্তাফিজের সঙ্গে বর্ষসেরা ওয়ানডে একাদশে আছেন সাঙ্গাকারাও। আইসিসির সেরা একাদশে থাকতে পেরে বিস্ময় প্রকাশ করে বলেন। “আমি এর মধ্যেই অবসর নিয়েছি। তারপরও আইসিসির দলে থাকাটা অবাক হওয়ার মতো বিষয়। গত বছর কিছুটা ভালো খেলেছি বলেই হয়তো এটা হয়েছে ।’ আর অন্যদিকে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, ‘আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজের থাকাটা পুরো দেশের জন্যই গর্বের ব্যাপার। ’ ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে