শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ১১:০১:১৩

‘ফিফা বর্ষসেরা তালিকায় রোনালদোর থাকাটা অযৌক্তিক’

‘ফিফা বর্ষসেরা তালিকায় রোনালদোর থাকাটা অযৌক্তিক’

স্পোর্টস ডেস্ক: ২০০৮ সালে প্রথমবার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। গত দুই বছরেও বর্ষসেরা পুরস্কারটা তার হাতেই উঠে। তবে এবার বর্ষসেরা ফুটবলারের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোর থাকাটা যৌক্তিক মনে করছেন না ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। তার মতে, বর্ষসেরার পুরস্কারের জন্য কখনই এক জন খেলোয়াড়ের শুধু ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচ্য হতে পারে না। খেলায় তার ভূমিকাটাই মাপকাঠি হওয়া উচিত। আলভেস মনে করেন, গত বছর সে (রোনালদো) মেধার ভিত্তিতে (পুরস্কারটা) জিতেছিল, কারণ সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। আমার মতে, ''বিশ্বের সেরা খেলোয়াড়ের খেলায় বড় ভূমিকা থাকা উচিত, শুধু গোল করা নয়। গত বছরে (২০১৫) সে এটাই করেছে।” ফিফার ২০৭টি সদস্য দেশের জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচ এবং ফিফা ও ফ্রান্স ফুটবল সামায়িকীর বাছাই করা ক্রীড়া সাংবাদিকের ভোটে ফিফা ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচন করা হয়। ভোটের প্রসঙ্গে আলভেস আরও বলেন, “মানুষ ভুলে গেছে যে, এটা একটা দলগত খেলা।” ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে