স্পোর্টস ডেস্ক: ভারতের ব্যাটিং আকাশে নতুন নক্ষত্র পৃথ্বী শ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স পৃথ্বী’র৷ কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে মাত্র ৫৬ বলে অর্ধশতরান হাঁকালেন পৃথ্বী৷ ওপেনিংয়ে নেমে সাতটি বাউন্ডারির সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন মুম্বইকর৷
শেষ খবরে ৭৫ রান করে সেঞ্চুরির পথে তিনি। জাতীয় দলে অভিষেকেই ক্রিকেট বিশ্বকে ব্যাট হাতে দেখিয়ে দিচ্ছেন পৃথ্বী শ।
লোকেশ রাহুল দিনের প্রথম ওভারে শূন্য রানে ফিরে গেলে পূজারার সঙ্গে জুটি বেঁধে ভারতের ব্যাটিং টানছেন নবাগত পৃথ্বী৷ পৃ্থ্বীর আক্রমণাত্মক ব্যাটিং দেখে বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে মিল পাচ্ছেন বলে মত সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের৷
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর