রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ১২:৫০:৫২

পাকিস্তানি চরের ভাইয়ের সাথে সুন্দরী হিনা ও আফ্রিদি

পাকিস্তানি চরের ভাইয়ের সাথে সুন্দরী হিনা ও আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করলেও, শনিবার একটি বিতর্কিত ছবি সামনে এনেছেন স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। যা দেখে ISI চরদের সঙ্গে পাকিস্তান সরকারের যোগাযোগ থাকার সন্দেহ আরও জোরালো হয়েছে। ছবিটিতে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী হিনা রব্বানি ও ও ক্রিকেট তারকা শহীদ আফ্রিদির সাথে পাকচর সন্দেহ ধৃত মোহাম্মদ আজিজের ভাই ফাওয়াদের দুটি ছবি প্রকাশ করেছে। মোহাম্মদ আজিজের কাছ থেকে বেশ কয়েকটি ছবি পেয়েছে ভারতীয় গোয়েন্দা বাহিনী (STF)। তার মধ্যে থেকে কিছু ছবি এদিন প্রকাশ্যে আনা হয়। সুন্দরী রব্বানির সঙ্গে বেনজির ভুট্টোর ছেলে বিলাবলের সম্পর্ক নিয়ে একসময় পাক মিডিয়ায় অনেক চর্চাও হয়েছিল। অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সুপারস্টার্সের হয়ে খেলছেন শহীদ আফ্রিদি। সিএনএন-আইবিএন প্রকাশিত একটি ছবিতে ক্রিকেটার শহীদ আফ্রিদির পাশে দাঁড়িয়ে থাকা এক যুবককে মোহাম্মদ আজিজের ভাই ফাওয়াদ বলে চিহ্নিত করা হয়। ছবিতে ওই যুবকের মুখে হালকা দাড়ি-গোঁফের রেখা দেখা যায়। আরেকটি ছবিতে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে একই যুবককে দেখা যায়। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের মিরাট থেকে মোহাম্মদ আজিজকে গ্রেপ্তার করে STF। তাকে জেরা করে ভারতে পাকচরবৃত্তির চক্র প্রকাশ্যে আসে। জেরায় ISI-এর হয়ে কাজ করার কথা স্বীকারও করে নেয় আজিজ। জানায়, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েই সে ভারতে ঢুকেছে। আজিজের ভাইও আইএসআই-এর হয়ে গুপ্তচরের কাজ করে কি না, তা খতিয়ে দেখছেন STF-এর গোয়েন্দারা। ০৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে