রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৪:২১

এবার জমবে লড়াই গেইল-আফ্রিদির

এবার জমবে লড়াই গেইল-আফ্রিদির

আরিফুর রাজু : নিঃসন্দেহে বলা যায় ক্যারিবীয়ান ক্রিকেটার ক্রিস গেইল টি২০ ক্রিকেটের বড় বিজ্ঞাপন। দানব আকৃতির এই ব্যাটসম্যান যখন ব্যাট হাতে নামেন তখন প্রতিপক্ষ বোলাররা ভয়ে অস্থির থাকে এই বুঝি তার বল তুলোধুনো করে ছাড়বে গেইল। আন্তর্জাতিক থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটে সমান আধিপত্য ওয়েস্টইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যানের। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি২০ আসর বিপিএলের প্রথম আসরে সেঞ্চুরি হাঁকিযে রেকর্ড সৃষ্টি করেন ‘মিস্টার কুল ম্যান’। বিপিএলের প্রথম আসরে তিনি বরিশাল বার্নার্সের হয়ে খেলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে এই অনবদ্য রেকর্ডটি গড়েন । বিপিএল গেইলের করা ১১৬ রানই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ড।যা এখনও কেউ ভাঙতে পারেনি। এর পর দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রতিটি ম্যাচে আলো ছড়ান এই লিজেন্ট। যার সুবাধে গেইলের হাত ধরে প্রথম আসরের ন্যায় দ্বিতীয় আসরেরও শিরোপা ঘরে তোলে ঢাকা গ্ল্যাডিটর্স। অন্যদিকে পাকিস্তান টি২০ দলের অধিনায়ক শহীদ খান আফ্রিদি কথা না বললেই নয়। দলের হয়ে শেষ মুহূর্তে জ্বলে ওঠার ক্ষেত্রে জুড়ি নেই পাকিস্তানি এই অলরাউন্ডারের। প্রথমবারের মত বিশ্ব ক্রিকেটে কম বলে দ্রুত সেঞ্চুরি করার রেকর্ডটিও আফ্রিদির ঝুলিতে। এবারের আসরে খেলতে নেমেই আগের ম্যাচে নিজের ব্যাটিং ঝলক দেখালেন শহীদ আফ্রিদি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ওই ম্যাচে তার দল হারলেও নিজেকে চেনাতে ভুল করেননি এই পাক ক্রিকেটার। দলের বিপর্যের দিনে ৬২ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। তবে এবার বিশ্ব ক্রিকেটের দুই জ্যোতি পরস্পরের মুখোমুখি হওয়ার পালা। রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে ক্রিস গেইলের বরিশাল বুলস ও শহীদ আফ্রিদির সিলেট সুপার স্টারস। সবচেয়ে মজার ব্যাপার হলো এই পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুটি আসর অনুষ্ঠিত হয়েছে এবং দুটি আসরে এই দুই সৌভাগ্যবান ব্যাক্তির শিরোপা ছোঁয়ার গৌরব রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম দুই পর্বের ৬টি ম্যাচে একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে মুশফিকুর রহিম নেতৃত্বাধীন সিলেট সুপার স্টারর্স। তাই তাদের সেরা চারে উঠতে প্রয়োজন বাদ বাকি সবকটি ম্যাচে জয় লাভ করা। বিষয়টি নিয়ে মুশফিকের দলের বিদেশি খেলোয়াড় কবের মতে এটি অসম্ভব কিছু না। গতকাল (শনিবার) অনুশীলন শেষে মিরপুরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘কঠিন সমীকরণের সামনে আমরা। প্রতিটি ম্যাচই জিততে হবে আমাদের। এ কাজটা যদিও কঠিন তবে অসম্ভব নয়। যদি পরের ম্যাচটি জিতে মোমেন্টাম নিজেদের পক্ষে রাখতে পারি সেক্ষেত্রে সেটা কঠিন কিছু নয়।’ তবে তলানিতে পড়া সিলেট নিয়ে আশার কথাও শোনান কব। তিনি বলেন, ‘সম্প্রতি পাকিস্তানি খেলোয়াড় শহীদ আফ্রিদি, সোহেল তানভির যোগ হওয়ায় দলের শক্তি আরও বেড়েছে বলে মনে করি।’ আর অন্যদিকে বরিশাল বুলসের হয়ে খেলার মাঠে ঝড় তোলর পূবভাস দেন ক্রিস গেইল। তার মতে তিনি ছক্কা হাঁকাতেই নাকি তিনি বাংলাদেশে এসেছেন।এছাড়া ঘোষণা দিয়েছেন তার খেলায় বাংলাদেশি দর্শকরা ব্যাপক আনন্দ পাবে। তবে এখন শুধু দেখার অপেক্ষায় বিশ্বের এই দুই গ্রেট তারকা নিজ নিজ অবস্থান থেকে কি উপহার দেয় বিশ্বের কাছে। আর তার জন্য অপেক্ষা করতে হবে আজকে দুপুর পর্যন্ত। লেখক : সাংবাদিক ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে