রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ১১:১৭:২৪

সিরিজ ইস্যুতে ভারতের প্রতি ‘বিরক্ত’ পাকিস্তান

সিরিজ ইস্যুতে ভারতের প্রতি ‘বিরক্ত’ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: র্দীঘ দিন ধরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে কোন পূণাঙ্গ সিরিজ হচ্ছে না। দু’দেশের ক্রিকেট বোর্ড পূণাঙ্গ সিরিজের ব্যাপারে এক পা আগায় তো দু’পা পিছায়। সেই ২০০৮ সাল থেকে পাকিস্তানের সঙ্গে কোন ধরণের ঘরোয়া ক্রিকেট খেলছে না ভারত। না খেলার কারণ হিসেবে ভারত সরকার বার বারই দায়ী করছে নিরাপত্তা ব্যবস্থা ও দু’দেশের রাজনৈতিক কোন্দলকে। তবে শেষ পর্যন্ত ক‘দিন আগেই পাকিস্তান সরকার শ্রীলংকাতে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের ব্যাপারে অনুমতি দেয়। বলতে গেলে সবকিছু ঠিকই ছিল। বরফ গলে ভারত ক্রিকেট বোর্ড রাজি হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে। কিন্তু শেষ পর্যন্ত বহু কাঙ্ক্ষিত সিরিজটিও সম্ভবত হাতছাড়া হতে যাচ্ছে ভারত সরকারের কারণে। দু’দেশের সিরিজের ব্যাপারে এখন পর্যন্ত অনুমতি দেয়নি ভারত সরকার। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায় এ অপেক্ষা আরো বাড়ছে। কিন্তু পিসিবি এই অপেক্ষা আর বাড়াতে চায় না। সোমবারের ভিতরেই এই দিপাক্ষিক সিরিজ নিয়ে তৈরি হওয়া সকল ধোঁয়াশার অবসান চায় পাকিস্তান। এ নিয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে পিসিবি। পিসিবির একজন শীর্ষ কর্মকর্তার সূত্র মারফত জানা যায়, সোমবারের মধ্যে বিসিসিআই এই ব্যাপারে স্পষ্ট অবস্থান না জানালে এই সিরিজ এখানেই শেষ হয়ে যাবে। অর্থ্যাৎ সিরিজটি আর হবে না। পিসিবির কর্মকর্তা বলেন, 'সিরিজটি আয়োজন করার জন্য খুব বেশি সময় হাতে নেই। সোমবারের মধ্যে বিসিসিআই সাড়া না দিলে এই সিরিজ এখানেই শেষ। এছাড়া তৃতীয় কোন ভেন্যুতে সিরিজ আয়োজন অনেকটা কষ্টসাধ্য ব্যাপার।' এদিকে ডিসেম্বরে যদি পাকিস্তান-ভারত সিরিজ অনুষ্ঠিত না হয় তবে পিসিবি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলোচনায় বসবে এবং দুই দলের মধ্যে সিরিজ আয়োজন করার প্রস্তাব দিবে বলে জানান তিনি। এখন দেখার বিষয়, বিসিসিআই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিঠির প্রতিউত্তরে কি জানায়। আর এসবের উত্তর মেলবে আগামী সোমবার। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে