রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৪:১২

দুঃখের সাথে এই সিদ্ধান্ত নিয়েছেন শোয়েব আক্তার, সবাই হতাশ

দুঃখের সাথে এই সিদ্ধান্ত নিয়েছেন শোয়েব আক্তার, সবাই হতাশ

স্পোর্টস ডেস্ক : প্রায় পাঁচ বছর আগে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নামেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তার। সচীন টেন্ডুলকার - শেন ওয়ার্নের ক্রিকেট অল স্টার্সে অংশ নেন তিনি। নিজের চেনারুপকে দেখিয়ে ক্রিকেটবিশ্বকে মুগ্ধ করেন শোয়েব আক্তার। নতুন বছরের ২৮ জানুয়ারি থেকে আরব আমিরাতে সাবেক ক্রিকেটাররা ছয়টি টিমে ভাগ হয়ে টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে। সাবেক ক্রিকেটারদের মধ্যে ৯০ জনের নাম চূড়ান্ত। এই আসরে অংশ নেয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বোলার শোয়েব আক্তারের। কিন্তু এবার নয়া সিদ্ধান্ত নিয়েছেন শোয়েব আক্তার। তার এই সিদ্ধান্তে হতাশ আয়োজকসহ সংশ্লিষ্ট সবাই। আরব আমিরাতে অনুষ্ঠিতব্য মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে (এমসিএল) অংশ নেবেন না তিনি। নিজের টুইটারে তিনি লিখেছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দুবাইয়ে এমসিএল খেলতে পারব না আমি। কিন্তু এই টুর্নামেন্টের জন্য আমার শুভেচ্ছা রইল। ৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে