রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ১২:৪৩:৩২

সুখের দিনেও দুখের ভেলায় বার্সা

সুখের দিনেও দুখের ভেলায় বার্সা

স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ে দারুণ ছন্দে রয়েছে মেসি-নেইমারের বার্সেলোনা। ইনজুরিতে পড়ে র্দীঘ সময় মাঠে ছিল না ন্যু ক্যাম্পের প্রাণভোমরা লিওনেল মেসি। তার অনুপস্থিতিতে দলকে ভালোই ছন্দে রেখেছিলেন নেইমার ও লুইস সুয়ারেস। এর পর লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষের ম্যাচে মাঠ ফিরেন মেসি। প্রথম ম্যাচে গোল না করতে পারলেও পরবর্তীতে গোলের দেখা পান আর্জেন্টাইন এই মহাতারকা। এক কথায় বলতে গেলে দারুণ সময় পার করছে এনরিকের শিষ্যরা। তবে শেষ পর্যন্ত বিধাতা তাদের সেই সুখ আর সইতে দিলেন না। লা লিগায় টানা ছয় ম্যাচ জেতার পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে তারা। এ দিনে বার্সাকে আটকাতে একচেটিয়া রক্ষণ গড়েছিল ভ্যালেন্সিয়া। কখনো কখনো আট-দশ জন মিলে রক্ষণ সামলিয়েছে তারা। প্রথমার্ধে কয়েকটি সুযোগ মিস করেছিলেন লিও। তবে কোন গোলের দেখা পায়নি দু’দলে তাই গোলশূন্যভাবে টানেলে যায় দুই দল। বিরতির পর ৫৯তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন সুয়ারেজ। মেসির উঁচু পাস থেকে ডি-বক্সে বল পেয়ে কোণা থেকে গোল পোস্টে বল ডুকিয়ে দেন সুয়ারেজ। তবে ৮৬তম মিনিটে জোরাল শটে ব্রাভোকে পরাস্ত করেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড সান্টি। এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে