রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৬:৩৪

তবে কি আফ্রিদিতে মুক্তি মিলবে সিলেটের?

তবে কি আফ্রিদিতে মুক্তি মিলবে সিলেটের?

স্পোর্টস ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম দুই পর্বের মোট ছয় খেলায় একটিতে জয়ের দেখা পেয়েছে সিলেট সুপারস্টার্স। বলতে গেলে পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে অবস্থান করছে দলটি। কোচের সিদ্ধান্ত মোতাবেক তাই হয়তো এবার নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের বদলে বরিশাল বুলসের বিপক্ষে সিলেট সুপারস্টার্সের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান টি২০ দলের অধিনায়ক শহীদ আফ্রিদি। সিলেট সুপারস্টার্সের পক্ষ থেকে আগে থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নেতৃত্বে বদলে বিষয়টি জানা গেছে টসের সময়ই। বরিশালের মাহমুদউল্লার সঙ্গে সিলেটের হয়ে টস করেন পাকিস্তানের অলরাউন্ডার আফ্রিদি। টসের পর আফ্রিদি জানান, মুশফিকের অনুরোধেই তিনি নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া মুশফিক নেতৃত্বের ব্যাপারে স্বস্তিবোধ করছিল না। এছাড়া সিলেটের মালিক বলেছে, আমি যাতে দলের নেতৃত্ব দেই। আফ্রিদি দলের নেতৃত্ব দিক। মালিক আমাকে অধিনায়কত্ব করতে অনুরোধ করেছে, আমি বলেছি ঠিক আছে। প্রসঙ্গত, এবারের বিপিএলের তৃতীয় আসরে তৃতীয় বিদেশি অধিনায়ক আফ্রিদি। প্রথম থেকেই ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দিচ্ছেন কুমার সাঙ্গাকারা। আর সাকিব আল হাসান এক ম্যাচ নিষিদ্ধ হলে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন মিসবাহ-উল-হক। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে