রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৪:০০

ঠিকই কথা রেখেছেন গেইল!

ঠিকই কথা রেখেছেন গেইল!

স্পোর্টস ডেস্ক: জ্যামাইকা থেকে টানা ৩৬ ঘণ্টার যাত্রা শেষে গত (শুক্রবার) ঢাকায় এসে পৌঁছান ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। বিমানবন্দরে নেমেই গণমাধ্যমের মুখোমুখি হোন তিনি। সাংবাদিকদের জানান, তার দল বরিশাল বুলস বর্তমানে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে রয়েছে। তাই তিনি বেজায় খুশি। এছাড়া ক্যারিবীয়ান এই মারকুটে ব্যাটসম্যান জানান, ছক্কা হাঁকাতেই বাংলাদেশে এসেছেন তিনি। দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে সিলেট সুপারস্টার্স ও বরিশাল বুলস। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বরিশাল বুলস। বরিশাল বুলসের হয়ে ওপেনিংয়ে নামেন ক্রিস গেইল ও লেইস। ইনিংসের তৃতীয় ওভারেই সোহেল তানভিরের শিকার হয়েছেন বিপিএলের চলতি আসরের প্রথম সেঞ্চুরিয়ান লেইস। প্রথম কয়েকটি ওভার দেখেশুনে ব্যাট চালালেও ইনিংসের চতুর্থ ওভারেই ঝড়ের আভাস দেন গেইল। মোহাম্মদ শহীদের ওভারের চতুর্থ বলটিকে গ্যালারিতে আছড়ে ফেলেন ক্যারিবীয়ান এই ব্যাটিং দানব। পরের বলটিও উড়িয়ে মারায় এমন কিছুর প্রত্যাশা ছিল তার ভক্তরা । কিন্তু শেষপর্যন্ত নাজমুল হাসান মিলনের হাতে তালুবন্দি হন তিনি। আউট হওয়ার আগে ৮ বল মোকাবেলায় ১ ছক্কায় ৮ রান করেন গেইল। তবে মজার ব্যাপার হলো গেইল ঠিকই তার কথা রেখেছেন। তিনি মাঠে নামার আগে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের মানুষকে তিনি আনন্দ দিতে এসেছেন। ছয়-চারের বাউন্ডারিতে তিনি মাঠ কাঁপাতে চান। আর সেই কাজটি করেই তবে মাঠ ছাড়লেন তিনি। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে