রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৩:১৫:৪৬

বিপিএলে নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফ্রিদি

বিপিএলে নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : দেখা হয়ে গেল অনেক কিছুই। গুরুত্বপূর্ণ এক ম্যাচে ব্যাট হাতে নেয়ার আগেই বাজিমাত দেখিয়েছেন পাকিস্তানের শহীদ খান আফ্রিদি। সিলেট টিমের অধিনায়ক হয়েই বিপিএলে নতুন এক ইতিহাস নির্মাণ করেছেন তিনি। আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে নিজ দেশের সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আফ্রিদি। এর পরেই উড়ে আসেন বিপিএল খেলতে। আফ্রিদি শুধু ব্যাট ও বলে নয় অধিনায়ক হিসাবেও সফল। সিলেটের হয়ে মুশফিক যেটা কখনোই পারেননি সেটাই যোগ করেছেন আফ্রিদি। এর আগে বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রান ছিল খুলনার। ২০১৩ সালে খুলনা ৬৭ রানে চট্টগ্রামের বিপক্ষে আলআউট হয়। ২০১৫ বিপিএল সবচেয়ে বাজে ফর্ম ছিল সিলেটের। ৬ ম্যাচের ২টিতে হার তাদের। সপ্তম ম্যাচে শক্তিশালী বরিশালের বিপক্ষে মাঠে নামে সিলেট। সিলেটের অধিনায়ক হয়েই পাল্টে দেন বিপিএলের ইতিহাস। ৫৮ রানে প্রতিপক্ষ শিবিরকে অলআউট করে নতুন এক ইতিহাস সৃষ্টি করেন শহীদ আফ্রিদি। আফ্রিদি এদিন ৪ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। বিপিএল ইতিহাসে এটাও অনন্য এক কীর্তি। ৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে