রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৭:১৪

ভারতের ইতিহাসে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন যারা

ভারতের ইতিহাসে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন যারা

স্পোর্টস ডেস্ক : রেকর্ডের খাতায় খোঁচা দিয়েছেন অজিঙ্কা রাহানে। নতুন কীর্তি গড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমে নিজেকে স্বরণীয় করে রাখতে পেরেছেন রাহানে। এই রাহানেই স্বরণ করিয়ে দিলেন কিংবদন্তিদের কথা। প্রায় ৭০ বছরের ইতিহাসের গল্প রয়েছে এখানে। এক সময় ভারতীয় দলের হয়ে মাঠ কাঁপাতেন বিজয় হাজারে। ১৯৪৮ সালে তিনি গড়েছেন এক কীর্তি। আর সে তালিকার সর্বশেষ ব্যক্তি হিসাবে নাম লেখান ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। এক টেস্টের দুই ইনিংসে যারা সেঞ্চুরি করেছেন তাদের নামের তালিকা নিচে তুলে ধরা হলো। বিজয় হাজারে (১৯৪৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে) ১১৬ রান, ১৪৫ রান। সুনীল গাভাস্কার ১৯৭১ সালে ও.ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে)১২৪ রান,২২০ রান। সুনীল গাভাস্কার (১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে) ১১১ রান,১৩৭ রান। রাহুল দ্রাবিড় (১৯৯৯ সালে হ্যামলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে) ১৯০ রান,১০৩ রান। রাহুল দ্রাবিড় (২০০৫ সালে কলকাতায় পাকিস্তানের বিরুদ্ধে) ১১০ রান,১৩৫ রান। বিরাট কোহলি (২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) ১১৫ রান,১৪১ রান। অজিঙ্কা রাহানে (২০১৫ সালে দিল্লিতে দ.আফ্রিকার বিরুদ্ধে )১২৭, ১০০ অপরাজিত। তথ্যসূত্র : জি নিউজ ৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে