রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪৪:৫৮

অশ্বিন জানতেন না, তার বাবা-মা বেঁচে আছেন না মরে গেছেন!

অশ্বিন জানতেন না, তার বাবা-মা বেঁচে আছেন না মরে গেছেন!

স্পোর্টস ডেস্ক : রবিচন্দ্রন অশ্বিন জানতেন না তার বাবা-মা কোথায়, কী করছেন! তিনি জানতেন না তাঁর বাবা-মা আদৌ বেঁচে আছেন, না মরে গেছেন। বৃহস্পতিবার ভারতের দক্ষিণের শহর চেন্নাই যখন অতিবৃষ্টিতে দুর্যোগের মধ্যে পতিত, ইতিহাসের ভয়াবহ বন্যা যখন ভাসিয়ে নিচ্ছে গোটা শহরটা, তখন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন দিল্লিতে অসহায় বোধ করছিলেন তাঁর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে। কোটলায় চলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট আর অশ্বিন সন্তর্পণে খোঁজ করে চলেছেন তার বাবা-মা’র। বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থাতেই তিনি ব্যাট হাতে মাঠে নামলেন। দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করলেন দারুণ এক ফিফটির সাহায্যে। অথচ ওই মুহূর্তে ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে অশ্বিন জানেন না তাঁর বাবা-মা আদৌ বেঁচে আছেন কি না! ভেতরে-ভেতরে ব্যাপারটা নিয়ে প্রচণ্ড উৎকণ্ঠায় থাকলেও অশ্বিন পেশাদারির বরখেলাপ করেননি। এমনকি তিনি যে তাঁর বাবা-মায়ের জন্য উৎকণ্ঠিত, সেটা ঘুণাক্ষরেও জানতে পারেননি তাঁর সতীর্থেরা। অশ্বিনের স্ত্রী পৃথী অশ্বিন টুইটারে জানান, অশ্বিন যখন ভারতের হয়ে ব্যাট করছেন, ততক্ষণে ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে তাঁর বাবা-মা নিখোঁজ। পরে পৃথীর আরও এক টুইটারে অশ্বিন জানতে পারেন প্রবল বৃষ্টি ও বন্যার কারণে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেলেও তাঁর বাবা-মা সুস্থই আছেন। পেশাদারির এর চেয়ে মর্মস্পর্শী উদাহরণ আর কী হতে পারে! ক্যারিয়ারে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন অশ্বিন। নিজের নিষ্ঠা আর পেশাদারি দিয়ে এবার সবর হৃদয় জিতে নিলেন তিনি। হ্যাটস অফ টু ইউ!!-প্রথম আলো ৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে