রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৩:২৩

হোঁচট খেয়ে গেইলের রেকর্ড হাতছাড়া

হোঁচট খেয়ে গেইলের রেকর্ড হাতছাড়া

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসরে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। এবার বিপিএলে অন্য রকম এক হ্যাটট্রিকের সুযোগ ছিল তার সামনে। কিন্তু গেইল পারলেন না সেই কাজটি করে নতুন এক ইতিহাস ঘটতে। বিপিএলে আগের দুই আসরেই নিজের প্রথম ম্যাচে শতক করেছিলেন ক্রিস গেইল। তৃতীয়বার আর সেটির পুনরাবৃত্তি করতে পারলেন না তিনি। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচে বরিশাল বুলসের হয়ে খেলতে নেমে মাত্র ৮ রান করেই মাঠ ছাড়েন ক্রিকেটের এই বিস্ফোরক। বিপিএলের প্রথম আসরের প্রথম ম্যাচটিকেই শতকে রাঙিয়েছিলেন গেইল। সেবার বরিশাল বার্নাসের হয়ে খেলেছিলেন তিনি । সিলেট রয়্যালসের বিপক্ষে করেছিলেন ৪৪ বলে অপরাজিত ১০১। ওই আসরটিতে আরো একটি শতক করেছিলেন গেইল। ঢাকা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ১১৬ করেছিলেন ৬১ বলে। দ্বিতীয় বিপিএলে একটিই ম্যাচ খেলেছিলেন জ্যামাইকান ব্যাটিং দানব। ঢাকায় পা রেখেছিলেন ম্যাচের কয়েক ঘন্টা আগে। কিন্তু ব্যাটিংয়ে ছিল না সেটির ছাপ। সেবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে সিলেট রয়ালসের বিপক্ষে ৫১ বলে ১১৪! কিন্তু ‘টানা তিন’ করতে পারলেন না এবার। চোট কাটিয়ে দীর্ঘ চার মাস পর বরিশাল বুলসের হয়ে মাঠে নামেন গেইল। বিপিএলে আগের ৬ ম্যাচে ৩৮টি ছক্কা মেরেছিলেন গেইল। ৩৯ নম্বর ছক্কাটি মারলেন এই ম্যাচে। কাভারের ওপর দিয়ে ওড়ালেন মোহাম্মদ শহীদকে। কিন্তু পরের বলে আবারো উড়িয়ে মারতে গিয়ে সীমানায় ধরা পড়লেন তিনি। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে