রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৬:১৪:১২

তামিমদের উপর ক্ষুব্ধ হয়ে পাকিস্তানের পত্রিকাকে যা বললেন আকমল

তামিমদের উপর ক্ষুব্ধ হয়ে পাকিস্তানের পত্রিকাকে যা বললেন আকমল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসর এরই মধ্যে শেষ হয়ে গেছে প্রথম ও দ্বিতীয় পর্বের খেলা। এবারের বিপিএলে চিটাগাং ভাইকিংস দলে রয়েছেন পাকিস্তানের মারকুটে উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। কিন্তু হঠাৎ তিনি তামিমদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। মূলত ম্যাচের পর ম্যাচ তাকে সাইড বেঞ্চেই বসিয়ে রাখার জন্য তিনি ক্ষুব্ধ। পাকিস্তানের পত্রিকা দ্য নেশনকে আকমল টেলিফোনে বলেছেন, ‘দলটির সঙ্গে চুক্তি করার সময় আমি পরিষ্কার উল্লেখ করেছিলাম যে বিপিএলে মাঠে নামার জন্যই খেলতে রাজি হয়েছিলাম, সাইড বেঞ্চে বসে থাকার জন্য নয়। এভাবে ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকাটা আমার জন্য ক্ষতিকর। কেননা, আসন্ন টোয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান জাতীয় দলে আমার সুযোগ পাওয়ার ক্ষেত্রে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’ তিনি আরও বলেছেন, ‘চুক্তি করার সময় আমার এজেন্ট জানিয়েছিল, আমাকে বেশিরভাগ ম্যাচেই মাঠে নামানো হবে। আর দিলশান এই দলে নেই। কিন্তু পরবর্তী সময়ে দিলশানও এই দলে যোগ দিয়েছেন।’ তিনি বলেন, ‘বিপিএলে খেলার বিষয়ে আরও অনেক দলই আমার প্রতি আগ্রহ দেখিয়েছিল। কিন্তু আমি এই দলের (চিটাগাং ভাইকিংস) সঙ্গে করা চুক্তিকে সম্মান দেখাতেই অন্য দলের ডাকে সাড়া দেয়নি।’ আকমল অভিযোগ করেছেন, সার্ভিস প্রয়োজন না থাকলে তাকে ছেড়ে দেওয়ার জন্য চিটাগাং ভাইকিংস কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলেন তিনি, যাতে নিজ দেশ পাকিস্তানে ফিরে কায়েদ-ই-আজম ট্রফিসহ অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিতে পারেন। কিন্তু এখন অবধি ভাইকিংস কর্তৃপক্ষ সেই অনুরোধে কর্ণপাতও করেনি। প্রকৃতপক্ষে, আকমলকে মাঠে না নামানোর ক্ষেত্রে চিটাগাং ভাইকিংসের জন্য যেটি মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে তা হলো— শ্রীলঙ্কান ক্রিকেটার তিলকরত্নে দিলশানের উপস্থিতি। কারণ, আকমল ও দিলশান দু’জনই ওপেনিং ব্যাটসম্যান। আবার অধিনায়ক তামিমও ওপেন করেন। তাই আকমলকে বসিয়ে রেখেই তামিম-দিলশান জুটিকে দিয়ে ওপেন করাচ্ছে চিটাগাং ভাইকিংস। প্রসঙ্গত, আসরের গ্রুপপর্বে নিজেদের জন্য বরাদ্দ ১০ ম্যাচের ৮টি খেলে ফেলেছে চিটাগাং ভাইকিংস। এই ৮ ম্যাচে মাত্র ২ জয়ের সুবাদে ৪ পয়েন্ট নিয়ে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে দলটি। কেননা, ৬ দলের এই আসরে পয়েন্ট টেবিলের তলানীতে পড়ে রয়েছে চিটাগাং ভাইকিংস। ৬ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে