রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৬:২২:২৩

বাংলার মাটিতে কিপটে বোলার হিসেবে রেকর্ড গড়লেন আফ্রিদি

বাংলার মাটিতে কিপটে বোলার হিসেবে রেকর্ড গড়লেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলমান বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দল বরিশাল বুলস আজ চমক দিয়েছেন সিলেট সুপার স্টার্স। হারের বৃত্ত থেকে বের হলো দাপুটে এক জয়ে। ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পাওয়া বরিশাল বুলসকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনলো পাকিস্তান ক্রিকেটের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। রোববার বরিশাল বুলসের বিপক্ষে সিলেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে সরিয়ে এ ম্যাচে অধিনায়কত্ব দেওয়া হয় আফ্রিদিকে। নেতৃত্ব বদলে যেন বদলে গেল দলের চেহারাও। টুনামেন্টের নিষ্প্রভ দলটিই বোলিং পারফরম্যান্সে অবাক করে দিল বরিশাল বুলসকে। তবে এদিন শুধু দলের চেহারাই বদলায়, বদলি গিয়েছিল আফ্রিদির বোলিং কাঠামো। আজকের ম্যাচ বরিশালের বিপক্ষে মাত্র ৪ ওভার করে ৫ রান দিয়ে ২ উইকেট দখল করে নেন আফ্রিদি। ৪ ওভার বোলিং করে ৫ রান দিয়ে বিপিএলে ইতিহাসে সবচেয়ে কিপটে বোলিং হিসেবে রেকর্ড গড়েছেন পাকিস্তান এই অল রাউন্ডার। এর আগের রেকর্ডটি ছিল জ্যাকব ওরামের। গত বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন চিটাগং কিংসের কিউই এই ক্রিকেটারা। আফ্রিকার আগে এই রেকর্ড করেছিলেন পেসার ক্রিস মরিস ও শ্রীলঙ্কান পেসার চানাকা ভেলেগেদারার। নিয়েছিলেন মরিস ৪ ওভারের তিনটিই মেডেন, ২ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট এবং ভেলেগেদারার ৪ ওভারে মেডেন ছিল দুটি, শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে ২ রানে নিয়েছিলেন ৪ উইকেট। আফ্রিদি বল হাতে নিজেও তোলেন দু’টি উইকেট। চার ওভার রান দেন মাত্র ৫। বিপিএলে সিলেট সুপার স্টারসের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ‘বুমবুম’ আফ্রিদি। ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেও অবশ্য সে ম্যাচে দলকে জেতাতে পারেননি এ অলরাউন্ডার। এবার অধিনায়কত্ব পেয়েই দলকে উপহার দিলেন দারুণ এক জয়। সিলেটের দ্বিতীয় জয়ে শেষ চারে ওঠার সমীকরণ যেন আরেকটু কঠিন হলো অন্য দলগুলোর জন্য। ৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে