রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৭:১৭:২২

‘জ্যামাইকান বাবুর সেঞ্চুরির বুকিংটা এখনো শেষ হয়নি’

‘জ্যামাইকান বাবুর সেঞ্চুরির বুকিংটা এখনো শেষ হয়নি’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর বড় বড় ছক্কা হাকিঁয়ে সেঞ্চরি করে রেকর্ড করবেন বলে বাংলাদেশে আসার আগে ‘বুকিং’ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। তার এই কথা শোনে তখন হয়তো বরিশাল বুলসের শক্তি বাড়ে ছিলো বহুগুণ। কিন্ত রোববার এই বহুগুণ শক্তির মালিক ব্যাটিং দানব ক্রিজ গেইলকে নিয়ে যখন সিলেট সুপার স্টার্সের বিপক্ষে মাঠে নেমে পড়ে পড়েন মাহমুদুল্লাহ বাহিনী। ঠিক তখনি চলমান টুর্ণামেন্টির তৃতীয় পর্বে এসে দ্বিতীয় ধাক্কা খেতে হয়েছে বরিশালকে। প্রথম ম্যাচেই মাত্র ৮ রানে আউট হয়েছিলেন গেইল। আর বরিশাল অলআউট হয় ৫৮ রানে। তবে প্রথম ম্যাচে ব্যর্থ হলো এখনো গেইলের প্রতি আশাবাদী তার দল বুলস। খেলা শেষে আশা বক্ত করে বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, আমরা এখনো আশাবাদী ‘জ্যামাইকান বাবু ক্রিজ গেইলের সেঞ্চুরির বুকিংটা এখলো শেষ হয়নি। নিজের দিনে সব ‘ধ্বংস’ করে দেওয়ার ক্ষমতা রয়েছে তার। তিনি আরো বলেন, গেইল অনেক দিন পর ইনজুরি থেকে ফিরেছেন। এটাই ছিল তার প্রথম ম্যাচ। এ ফরম্যাটে তিনি কতটুকু সামর্থ্যবান, তা আমরা সবাই জানি। তার দিনে তিনি ‘ধ্বংস’ করে দিতে পারেন। ইনশালআল্লাহ পরের ম্যাচে ভালো মতোই তিনি স্বরূপে ফিরে আসবেন। ৬ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে