রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৩:৫৫

আফ্রিদি যেন এক দুরন্ত যাদুকর

আফ্রিদি যেন এক দুরন্ত যাদুকর

জুবায়ের রাসেল: এবারের বিপিএলে যে দল একের পর এক ম্যাচ হেরেছে, সেই দল এবার দেখা পেয়েছে স্বপ্নের জয়। সিলেট সুপার স্টারস এবারের বিপিএলে এখন পর্যন্ত ছয়টি ম্যাচের মধ্যে হেরেছিল পাঁচটিতে। আর সে কারণে তারা স্বাভাবিকভাবেই ছিল পয়েন্ট তালিকার তলানিতে। এতোদিন দলটির নেতৃত্ব দিতেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তবে শহিদ আফ্রিদি দলটির নতুন নেতৃত্ব পেয়ে চোখের পলকেই যেন যাদুকরের মতো পাল্টে দিল অনেক কিছু। যে বরিশাল বুলস এবারের বিপিএলে নিজেদের ছয় ম্যাচে মধ্যে জিতেছিল পাঁচটিতে, সেই দলকে মাত্র ৫৮ রানে অলআউট করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন আফ্রিদি। রবিবারের এই ম্যাচে আফ্রিদি তার নির্ধারিত চার ওভার বল মাত্র ৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। টি-২০ ক্রিকেটে ৪ ওভার বল করে ৫ রান, ভাবা যায়! আফ্রিদি ঢাকার মাঠে এবার সেই নজিরও স্থাপন করলেন। বরিশাল বলসের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিং দানব ক্রিস গেইল। আফ্রিদির নেতৃত্বের কাছে তিনি হার মানেন মাত্র আট করেই। এদিন পাকিস্তানের মোহাম্মদ সামির ১৬ আর ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসের ১২ রান বাদে বরিশালের হয়ে কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। সিলেটের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন ইংলিশ ক্রিকেটার রবি বোপারা। এছাড়া অধিনায়ক শহীদ আফ্রিদি ও দুই পেসার রুবেল হোসেন ও মোহাম্মদ শহীদ দুটি করে উইকেট পান। আর বাকি থাকা এক উইকেট নেন পাকিস্তানের সোহেল তানভির। জবাব দিতে নেমে, মোহাম্মদ সামির করা প্রথম ওভারের পঞ্চম বলেই দিলশান মুনাবীরার উইকেট হারাতে হয় সিলেটকে। এর বাদে আর কোন বিপদ ছাড়াই তারা লক্ষ্যে পৌছে যায়। আট ওভার চার বল বাকি থাকতেই নয় উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। জুনায়েদ সিদ্দিক ৩৪ ও নুরুল হাসান সোহান ২৩ রান করেন। প্রসঙ্গত,পাকিস্তান সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ টি-২০ সিরিজ হারলেও সেই সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে পাক অধিনায়ক শহিদ আফ্রদি। ৬ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে