রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৭:০৩

চাপ নিতে পারেননি মুশফিকুর রহিম

চাপ নিতে পারেননি মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএলে মুশফিকের প্রাপ্তির খাতা একেবারেই শূন্য। প্রথম পর্বের চারটি ম্যাচের কোনো ম্যাচেই জয় ছিল না এই অধিনায়কের। তবে দ্বিতীয় পর্বে গিয়ে শহিদ আফ্রিদি দুর্দান্ত ব্যাটিংয়ে জন্য একটি জয় কুড়ানো সক্ষম হয় তার দল। সেই পর্বের শেষে ম্যাচে আফ্রিদির ব্যাটিংয়ে সুবাদে জয় পেলোও পূর্বের ম্যাচগুলো হারতে হারতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন সিলেট সুপার স্টারের অধিনায়ক মুশফিকুর রহিম। টুর্ণামেন্টে তৃতীয় পর্বে এসে দিশেহারা মুশফিকুর রহিম সরে দাঁড়িয়েছেন নেতৃত্ব থেকে। মুশফিকে সরিয়ে এ ম্যাচে অধিনায়কত্ব দেওয়া হয় পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদিকে। তাকে দায়িত্ব সেরে হারের বৃত্ত থেকে বের হলো দাপুটে এক জয়ে। ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পাওয়া বরিশাল বুলসকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনলো পাকিস্তান ক্রিকেটের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। রোববার বরিশাল বুলসের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছেন শহিদ আফ্রিদি । ম্যাচেশেষে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে সরিয়ে এ ম্যাচে অধিনায়কত্ব আফ্রিদিকে দেওয়া কারণ জানতে চাইলে, সিলেট সুপার স্টার্সের কোচ সরওয়ার ইমরান বলেছেন, চাপটা নিতে পারছিলেন না বলে মুশফিকুর রহিম সরে দাঁড়িয়েছেন নেতৃত্ব থেকে। তিনি আরো বলেন, মুশফিক নিজে থেকেই বলছে নেতৃত্ব বদল করলে ভালো হয়। কারণ এত চাপৃ একটা ছেলে কিপিং করছে, অধিনায়কত্ব করছে, সামনে দিয়ে উইকেট পড়ছে, দুটি ম্যাচে ১ রানে হার, একটিতে ৬ রানে হারৃ সব মিলিয়ে মুশফিক একটু রেহাই চাচ্ছিল। কোচের দাবি, নেতৃত্ব বদলের প্রক্রিয়ায় তার ভূমিকা ছিল সামান্যই। ৬ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে