রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:২১:২৭

সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে থেমে গেল সাঙ্গা বাহিনীর ব্যাটিং ঝড়

সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে থেমে গেল সাঙ্গা বাহিনীর ব্যাটিং ঝড়

স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইর্ডাস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৩৫ রানে থেমে গেল ঢাকা ডায়মাইটস। এখন সাকিব বাহিনীর জয়ের প্রয়োজন ১৩৬ রান। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। দলীয় ১৯ রানেই সাদমান ইসলামের উইকেট হারায় তারা। আবু জায়েদের বল স্কয়ার লেগে পাঠিয়ে দিয়ে ১ রানের জন্য দৌড় দিয়েছিলেন সাদমান। তবে স্কয়ার লেগ থেকে সরাসরি থ্রোয়ে নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেন সৌম্য সরকার। রান আউটে কাটা পড়া সাদমানের ব্যাট থেকে আসে ১৬ রান। খানিক বাদে পর পর দুই ওভারে আরো ২ উইকেট হারায় ঢাকা। রংপুর অধিনায়ক সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হন শামসুর রহমান (৪)। শামসুরের আউটের আগে সাকিবের বলে একটি বিশাল ছক্কা মেরেছিলেন সৈকত আলী। কিন্তু পরের ওভারে থিসারা পেরেরার অফ স্টাম্পের বাইরের বল ডাউন দ্য ট্রাকে এসে মারতে গিয়ে লং অনে ড্যারেন সামির হাতে ধরে পড়েন সৈকত। ১১ বলে ২ চার ও এক ছক্কায় ১৮ রান করেন এই ডানহাতি। এবারের আসরে লিগ পর্বে সাত ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে রংপুর। ছয় ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ঢাকা রয়েছে চতুর্থ স্থানে। ৬ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে