রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:২৯:০৫

মাশরাফি বাংলাদেশের অহঙ্কার: শোয়েব মালিক

মাশরাফি বাংলাদেশের অহঙ্কার: শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে নিজ দেশ পাকিস্তানের ওয়ানডে ও টি-২০ ম্যাচ থাকায় বিপিএলে শায়েব মালিকের অপেক্ষায় ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সে কারণে দুবাই সিরিজ শেষ করে দেশেও ফিরে না গিয়ে সোজা এসেছেন বাংলাদেশে। এবারের বিপিএলে মাশরাফির নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে প্রথম ম্যাচে ভাল না করতে পারলে দ্বিতীয় ম্যাচে শোয়েব খেলেছেন অসাধারণ এক ইনিংস। সেই ম্যাচে খেলেছেন দলকে জেতানোর হার না মানা ৩৪ রানের ইনিংস। আর মুখে ছিল মাশরাফির প্রশংসা। শোয়েব মালিক বাংলাদেশ ও মাশরাফিকে নিয়ে বলেন, ‘বাংলাদেশ দল কেমন খেলছে সেটা নিয়ে বলার কিছু নেই। বড় বড় দলের বিপক্ষে সিরিজ জিতার রেকর্ডই এটার উত্তর দিয়ে দেবে। মাশরাফি দারুণ এক নেতা। সে বাংলাদেশের অহংকার। সে তরুণ ক্রিকেটারদের উঠে আসতে সাহায্য করছে। এটা অনেক বড় ব্যাপার। আমরা ভাগ্যবান যে বাংলাদেশ দলের অধিনায়ক আমাদেরও অধিনায়ক। এতে আমাদেরও বাড়তি সুবিধা হয়েছে।’ বাংলাদেশে খেলাটা সব সময়ই উপভোগ করেন মালিক। ডানহাতি এই ব্যাটসম্যান বললেন, ‘বাংলাদেশে খেলাটা সব সময়ই দারুণ। এই বিপিএলে খেলার অভিজ্ঞতাও অসাধারণ। আমার মনেহয় আমি বেশকিছু তরুণ ক্রিকেটারকে দেখেছি যারা এই টুর্নামেন্টে ভালো করছে। বাংলাদেশের ক্রিকেট উন্নতির পথেই আছে। আর বিদেশি ক্রিকেটার হওয়া সত্ত্বেও বাংলাদেশে আমি উপভোগ করছি। আমার এখন আন্তর্জাতিক কোনো ম্যাচ নেই। তাই সুযোগ পেলেই আমি বাংলাদেশে আসি এবং খেলি।’ পাঁচ বছর পর এবারই টেস্ট দলে ফেরেন শোয়েব মালিক। করেন ডাবল সেঞ্চুরিও। কিন্তু হঠাৎই অবসরের ঘোষণা! এ বিষয়ে তিনি বলেন, ‘আমি ইতিমধ্যেই এই পশ্নের উত্তর ঠিক এইভাবেই হাজারবার দিয়েছি। কিছু বিষয় আছে যা আমি ইতিমধ্যেই বর্ণনা করেছি। আমি আমার পরিবারকে সময় দিতে চাই। অবশ্যই আমরা বেশ কিছু বিনয়ী তরুণ ক্রিকেটার পেয়েছি।’ ৬ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে