রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৬:১৪

বিসিসিআইকে ধুয়ে দিলেন সাবেক অজি অধিনায়ক

বিসিসিআইকে ধুয়ে দিলেন সাবেক অজি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এই নিয়ে অনেক আগে থেকেই ক্রিকেটবিশ্বে আলোচনা সমালোচনার উঠলেও এবার নতুন করে এ বোর্ডকে নিয়ে বোমা ফাটিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। নানা জনে নানা ভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কে নিয়ে মন্তব্য করলেও ইয়ান চ্যাপেল এ বোর্ডকে ক্রিকেট জগতের একটি ‘মাস্তান’ সংস্থা হিসেবে উল্লেখ্য বলেন, বর্তমানে ভারতীয় বোর্ডে প্রচুর রাজনৈতিক ব্যক্তি রয়েছেন। যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সংস্থাটি। ডিআরএস পদ্ধতির ব্যাখ্যা দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীকে ভালোভাবে ধুয়ে দিলেন অজিদের সাবেক এই অধিনায়ক। ক্রিকেটের ডিআরএস পদ্ধতি নিয়ে চ্যাপেল ভারতীয় ক্রিকেট বোর্ডকে একরোখা বলে। তিনি বলেন, যেখানে সারা দুনিয়ার সবাই ক্রিকেটে ডিসিশন রিভিউ পদ্ধতি (ডিআরএস) চালু রেখেছে। সেখানে শুধু ভারতকে বেঁকে বসা ঠিক হয়নি। তারা দ্বিপাক্ষিক সিরিজে ডিআরএস বন্ধ রাখে। আমি নিজেও ডিআরএস পদ্ধতির বিপক্ষে। তবে আমাকে দেখতে হবে সবাই কি করছে। ৬ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে