রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ১০:৫০:৩৩

ম্যাক্সওয়েলের স্মৃতিতে এখনো ‘বাংলাদেশ সফর’

ম্যাক্সওয়েলের স্মৃতিতে এখনো ‘বাংলাদেশ সফর’

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ম্যাক্সওয়েল সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করেছিলেন। সেই সময়ে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের অবসর নেয়ায় বাংলাদেশ সফরের টেস্ট স্কোয়াডেও সুযোগ পেয়েছিলেণ তিনি। ম্যাক্সওয়েল ওয়ানডে দলে নিয়মিত হলেও টেস্টে যেন অধরা। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৩ সালের মার্চে ভারতের বিপক্ষে। তাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়াটা ছিল তার ক্যারিয়ারের দারুণ এক বার্তা। কিন্তু নিরাপত্তার ঝুঁকিতে সফরটি স্থগিত হয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া যে দল ঘোষণা করে, সেখানে জায়গা হয়নি ম্যাক্সওয়েলের। তাই মানসিকভাবে তিনি একটা বড় ধাক্কা খেয়েছেন। এ প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, ‘দেশের হয়ে খেলা এবং এক ধাপ এগিয়ে যাওয়ায় সুযোগটা হাতছাড়া হওয়ায় আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ সফরটি সম্ভবত অন্য কিছুর চেয়ে আমাকে মানসিকভাবেই বেশি প্রভাবিত করেছে।’ সেই প্রভাবটা যে নেতিবাচক ফল বয়ে এনেছে সেটিও জানালেন ম্যাক্সওয়েল, ‘ওই সিদ্ধান্তটা আমার জন্য খুব ভালো হয়ে আসেনি। আর সেটার ফল তো দেখাই যাচ্ছে।’ এখন সেই মানসিক ধাক্কা থেকে বেরিয়ে আসতে ম্যাক্সওয়েলের কত দিন লাগে, কে জানে! ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, ম্যাক্সওয়েল ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ যে ওয়ানডে সিরিজ খেলেছিলেন তাতে ৪ ইনিংসে তাঁর ৪১.৫০ গড়ে রান ছিল ১৬৬ রান। স্ট্রাইক রেট ১২৮.৬৮। অথচ সেই গ্লেন ম্যাক্সওয়েলই চলমান ঘরোয়া এক দিনের টুর্নামেন্টে ভিক্টোরিয়ার হয়ে রান পাচ্ছেন না! ৬ ম্যাচে ১৫.৬০ গড়ে মাত্র ৭৮ রান। একটি ইনিংসই আবার ৫১ রানের। মাঝে কী এমন হলো যে রান করাটা এমন কঠিন হয়ে গেল ম্যাক্সওয়েলের জন্য? ৬ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে