রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ১১:০৬:২০

সাকিবের কাছে আজো ঢাকার ভরাডুবি

সাকিবের কাছে আজো ঢাকার ভরাডুবি

স্পোর্টস ডেস্ক: সাঙ্গী এই মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামই এবং গ্যালারী হাজারো দর্শক চলমান (বিপিএল)-এর তৃতীয় আসরে প্রথম পর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথমবার মাঠে নেমে নাক চুবানি খেতে হয়েছে ছিলো ঢাকা ডায়নামাইটসকে। চট্টগ্রাম পর্বে দুই মুখোমুখি না হলেও তৃতীয় পর্বে এসে সাকিবের কাছে আবারও ভরডুবি হয়েছে সাঙ্গাকারা দলের। বিপিএলের তৃতীয় আসরে লিগ পর্বের দুই ম্যাচেই ঢাকা ডায়নামাইটসকে পরাজয়ের তিক্ততা দিয়েছে রংপুর রাইডার্স। ঢাকা বিপক্ষে এর আগের ম্যাচেও ৬৯ রানের বড় জয় পেয়েছিল রংপুর। রোববার ঢাকাকে সহজেই ৬ উইকেটে হারায় রংপুর। ঢাকার ছুয়ে দেওয়া ১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১০ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিব আল হাসানের দল। রংপুরে পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন জহুরুল ইসলাম এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সৌম্য সরকার। তার ব্যাট থেকে আসে ২১ রান। এ ছাড়াও ড্যারেন সামি ২৩, সিমন্স ১৫ রান করেছেন। ঢাকা ডায়নামাইটসের দলের পক্ষে সর্বোচ্চ দুইটি উইকেট পেয়েছেন আবুল হাসান এবং একটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও পাকিস্তান পেসার মোহাম্মদ ইরফান। এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তবে ব্যাট করতে নেমেই রংপুর বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৩৫ রানে থেমে হতে হয় সাঙ্গা বাহিনীকে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন আইকন তারকা নাসির হোসেন এবং দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অধিনায়ক কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে। তিনি করেন ২৯ রান। রংপুরের পক্ষে আরাফাত সানী ২৯ রানের বিনিময়ে সর্বোচ্চ ২ উইকেট নেন। এ ছাড়া সাকিব ও সামির ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট। ৬ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে