রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ১১:১৯:৫৪

আমিরের বিরুদ্ধে এ কি বললেন কানঢাকা রমিজ!

আমিরের বিরুদ্ধে এ কি বললেন কানঢাকা রমিজ!

স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রতি তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ঢাকায় অবস্থান করছেন। বিপিএলে এরই মধ্যে দারুণ পারফর্মেন্স করে এরই মধ্যে জাতীয় দলে সুযোগ পাওয়ার কড়া নাড়ছেন তিনি। আমিরের জাতীয় দলে সুযোগ পাওয়া না পাওয়া বিষয়ে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান ও জাতীয় দলের কোচের কথাবার্তায় সবুজ সংকেতও মিলেছে। কিন্তুই সবাই যে আমিরকে দলে দেখতে মুখিয়ে, তা নয়। সাবেক অধিনায়ক রমিজ রাজা তো বলেই দিয়েছেন, আমিরকে কখনোই দলে ফিরতে দিতেন না তিনি। ম্যাচ পাতানোর বিপক্ষে সব সময়ই সোচ্চার ছিলেন রমিজ। নিজে যখন পাকিস্তান দলে ছিলেন, তখন ছিল ম্যাচ পাতানোর রমরমা যুগ। নিজ সতীর্থদের দেখেছেন ইচ্ছে ম্যাচ হারতে। সেই কষ্টের কথা এখনো মনে রেখেছেন। সে জন্যই তিনি আমিরকে দলে ফেরাতে অন্যদের আগ্রহের কারণ খুঁজে পাচ্ছেন না, ‘সবাই আমিরকে দলে ফেরাতে এত আগ্রহী কেন? যারা ওকে এত দ্রুত ফেরাতে ইচ্ছুক, আমি নিশ্চিত তারা কখনো বিশ্বাসঘাতকতার শিকার হয়নি। একদল চোর যেকোনো উপায়ে ম্যাচ হারার চেষ্টা করছে, এর চেয়ে জঘন্য কোনো অনুভূতি নেই। এটা আপনার খেলার আগ্রহটা নষ্ট করে দেয়। ওই অপরাধীদের খুন করার ইচ্ছেও জাগে।’ সাবেক এই ক্রিকেটারের ধারণা, আমিরকে দলে ফেরালে নতুন করে সমস্যা সৃষ্টি হবে পাকিস্তান ক্রিকেটে। অনেক দিন পরে পাকিস্তান ক্রিকেট খানিকটা বিতর্ক ও ঝামেলাবিহীন সময় পার করছে। আমির-ইস্যুতে সেই সুর কেটে যাওয়ার শঙ্কায় আছেন রমিজ, ‘পাকিস্তান ক্রিকেটকে অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে। এর মধ্যেই অনেক ভুগেছি, আর কোনো ধাক্কা খেতে চাই না। নিজে ম্যাচ পাতানোর ঘটনাগুলো দেখেছি। যাদের এসবের মধ্য দিয়ে যেতে হয়েছে, কেউই পারবে না পাতানো ম্যাচের সঙ্গে জড়িতদের ক্ষমা করতে।’ আমিরের মতো খেলোয়াড়দের ব্যাপারে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন রমিজ। আমিরকে দলেই আর দেখতে চান না। এ জন্য পাকিস্তানের দর্শকদেরও সাহায্য চেয়েছেন, ‘ক্ষমতা থাকলে আমি আমিরকে খেলতেই দিতাম না। কিন্তু আমার সেই ক্ষমতা নেই, আমি কেবল সমালোচনা করতে পারি, হতাশ হতে পারি, ক্ষোভ প্রকাশ করতে পারি। আর শুধু প্রার্থনা করতে পারি। আরেক সাবেক ক্রিকেট তারকা শোয়েব আখতার অবশ্য এ ব্যাপারে মধ্যপন্থা বেছে নিয়েছেন, ‘সে দেশের সম্মান নষ্ট করেছে, তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত নয়—এমন মতকে শ্রদ্ধা করি। কথাটি সত্য। আবার যারা বলে, সে শাস্তি পেয়েছে, জেলও খেটেছে, আবারও কখনো ভুল করলে তখন না হয় শাস্তি দিয়ো—সেই যুক্তিও কিন্তু ভুল নয়।’ সূত্র: দ্য ডন ৬ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে