সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০১:৪১:২২

বিতর্কে জড়িয়ে কোহলির শাস্তি!

বিতর্কে জড়িয়ে কোহলির শাস্তি!

স্পোর্টস ডেস্ক : অজান্তেই কি বিতর্কে জড়িয়ে পড়তে চলেছেন ভারত–অধিনায়ক বিরাট কোহলি? কেন? রবিবার কোটলায় দেখা গেল ভারত–অধিনায়ক দলের প্রধান স্পনসর ‘স্টার’–এর লোগো ছাড়াই ফিল্ডিং করে গেলেন! বিরাট কোহলির সোয়েটারে বিসিসিআই লোগো থাকলেও ‘স্টারের’ কোনও লোগো ছিল না। সতীর্থ ইশান্ত শর্মার সোয়েটারে অবশ‍্য নিয়মমতো ‘স্টারের’ লোগো দেখা গেছে। জানা গেল, ভারতীয় দলের স্পনসর স্টারের পক্ষ থেকে জানতে চাওয়া হবে অধিনায়কের কাছে, কেন তার সোয়েটারে লোগো ছিল না? নিয়মবিরুদ্ধ কাজ করেছেন কোহলি। পাশাপাশি টিম ম‍্যানেজমেন্টের কাছেও জানতে চাইবে স্টার কর্তৃপক্ষ বলে জানা গেছে। ভারতীয় দলের জার্সি, সোয়েটার তৈরি করে নাইকি সংস্থা। তা হলে নাইকি–র গাফিলতিতে এইরকম ভুল? উত্তর খোঁজার চেষ্টা করছে স্টার কর্তৃপক্ষ। এই বিতর্কের পাশাপাশি আরেক বিতর্কে ভারতীয় দল। কোটলা টেস্টের প্রথম ইনিংসে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করেছিলেন ভারতের ওপেনিং ব‍্যাটসম‍্যান মুরলী বিজয়। মর্নি মরকেলের বাউন্সারে মুরলী বিজয় আউট হন। শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনার দিকে নিজের আর্ম গার্ড দেখাতে দেখাতে মাঠ ছাড়েন বিজয়। যা আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী শাস্তিযোগ‍্য অপরাধ। সেই কারণে মাঠের দুই আম্পায়ার ধর্মসেনা ও ব্রুস অক্সেনফোর্ড এবং তৃতীয় আম্পায়ার সিকে নন্দন মিলিতভাবে আই সিসি–র কোড অফ কনডাক্ট অনুযায়ী ২.১.৫ ধারায় বিজয়ের ম‍্যাচ ফি–র ৩০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। আম্পায়ারের কোনও সিদ্ধান্ত নিয়ে কোনওরকম বিরূপ আচরণ দেখানো যাবে না বলেই আইসিসি–র নিয়ম। ০৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে